
কলকাতা: কখনও মুখ্যমন্ত্রীর বাড়ি, কখনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা, কখনও বা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ! পুনরায় পরীক্ষা দিতে না চেয়ে এভাবেই সকলের ‘দুয়ারে-দুয়ারে’ ঘুরছেন চাকরিহারারা। তেমনই গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। যদিও মহারাজের সঙ্গে দেখা হয়নি তাঁদের। এবার চাকরিহারাদের জন্য বিশেষ বার্তা দিলেন সৌরভ।
কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে গিয়েছে। বর্তমানে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা সাময়িক ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও আগামীতে তাঁদের পরীক্ষায় বসতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ক্ষেত্রে সেই নির্দেশ নেই। তবে চাকরিহারা শিক্ষকদের দাবি তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাঁদের নাম প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন চাকরিহারারা। এ দিকে, রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে।
এই আবহে লাগাতার শহরে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরিহারা শিক্ষকরা। কখনও তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন, কখনও বা প্রধানমন্ত্রীর সঙ্গে। তেমনই তাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন। আজ শনিবার সেই প্রসঙ্গই তোলেন সৌরভের সামনে তোলেন সাংবাদিকরা। তার উত্তর দিতে গিয়ে মহারাজ বলেন, “আমি চাইব তাঁদের চাকরি হোক। তাঁদের চাকরির ব্যবস্থা হোক।” অর্থাৎ, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি বাংলার দাদা নিজের সমবেদনা জাহির করেছেন।