AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana meets Mamata: আচমকা নবান্নে ‘দিদির’ দুয়ারে ‘দিদি নম্বর ১’! ব্যাপার কী, জোর জল্পনা

Rachana Banerjee: সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় চারিদিকে। সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্নে বেশ অনেকক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রচনা। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন রচনা?

Rachana meets Mamata: আচমকা নবান্নে 'দিদির' দুয়ারে 'দিদি নম্বর ১'! ব্যাপার কী, জোর জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 5:02 PM
Share

কলকাতা: লোকসভা ভোট এগিয়ে আসছে। ব্যাপক তোড়জোড় চলছে সব রাজনৈতিক দলগুলির মধ্যে। তৃণমূল, বিজেপি কেউই পিছিয়ে নেই। সবাই নিজের মতো আসরে নেমে পড়েছে। আর এসবের মধ্যেই আচমকা ‘দিদির’ দুয়ারে ছোট পর্দার ‘দিদি নম্বর ১’। সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় চারিদিকে। সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্নে বেশ অনেকক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রচনা। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন রচনা?

অতীতে বাংলার অভিনয় জগতের বিভিন্ন বিশিষ্ট মুখকে এর আগেও রাজনীতির ময়দানে আসতে দেখা গিয়েছে। বিশেষ করে ভোট রাজনীতির আঙিনায়। বিজেপি হোক বা তৃণমূল, দুই শিবিরেই এই প্রবণতা দেখা গিয়েছে বিগত দিনগুলিতে। টলি পাড়ার বহু বিশিষ্ট মুখকে কখনও বিধানসভায়, কখনও লোকসভায় টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন নুসরত জাহান, মিমি চক্রবর্তীর মতো বাংলার প্রথম সারির নায়িকারা। আবার সাংগঠনিক বড় দায়িত্বেও আসতে দেখা গিয়েছে অনেকককে। যেমন সায়নী ঘোষ। তিনি বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী। সেদিক থেকে রচনা বন্দ্যোপাধ্যায় এখনও রাজনীতির ময়দানে সেভাবে পরীক্ষিত হননি।

এমন অবস্থায় লোকসভা ভোটের ঠিক মুখে রচনা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের কাছে মহিলা ভোটব্যাঙ্ক একটি বড় ফ্যাক্টর। এদিকে ছোট পর্দার ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়েরও জনপ্রিয়তা যথেষ্ট। তাহলে কি এবার রচনা রাজনীতির ময়দানে নামতে চলেছেন? যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। আলাপচারিতাও হয়েছে ব্যক্তিগত স্তরেই।