CBI Investigation: ফের সক্রিয় সিবিআই! ২৪ ঘণ্টার নোটিসে তলব অদিতি-পতি দেবরাজকে

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

May 28, 2024 | 11:34 PM

CBI in Primary Recruitment Case: ফের দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই নোটিস পাঠানো হয়েছে যুব তৃণমূলের নেতার কাছে। জানা যাচ্ছে, আগামিকালই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে তাংকে হাজির হতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে দেবরাজের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

CBI Investigation: ফের সক্রিয় সিবিআই! ২৪ ঘণ্টার নোটিসে তলব অদিতি-পতি দেবরাজকে
অদিতি-পতি দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই। নির্বাচন পর্বের মধ্যেই এবার ডাক পড়ল যুব তৃণমূলের দাপুটে নেতার। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে সিবিআইয়ের অফিসে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই নোটিস পাঠানো হয়েছে যুব তৃণমূলের নেতার কাছে। জানা যাচ্ছে, আগামিকালই অর্থাৎ, বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে তাংকে হাজির হতে বলা হয়েছে। যদিও এই তলবের বিষয়ে দেবরাজ চক্রবর্তীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তী হলেন তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। এর আগেও একাধিকবার উত্তর ২৪ পরগনার যুব তৃণমূল নেতা দেবরাজকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাজিরাও দিয়েছেন তিনি। মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চোখা চোখা প্রশ্নের। তবে এবার নির্বাচন পর্বের মধ্যেই ২৪ ঘণ্টার নোটিসে তলব করা হয়েছে দেবরাজকে। নির্বাচনী কাজকর্মের ব্যস্ততার মাঝে তিনি আগামিকাল কেন্দ্রীয় এজেন্সির অফিসে হাজিরা দেবেন কি না, সে বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। টিভি নাইন বাংলার প্রতিনিধি এ বিষয়ে তাঁকে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও, কোনও উত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই যুব তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। গত বছরের নভেম্বরে দেবরাজের দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এমনকী একটি বাড়ির দোতলায় তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সীর স্টুডিয়ো রয়েছে, সেখানেও তল্লাশি চালানো হয়েছিল বলে খবর। যদিও বাড়িতে তল্লাশি প্রসঙ্গে দেবরাজ জানিয়েছিলেন, তাঁ ব্যাঙ্কের নথিপত্র ও অন্যান্য তথ্য নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এর আগে যখন নিজাম প্যালেসে ডাক পড়েছিল দেবরাজের, তখনও তিনি জানিয়েছিলেন এজেন্সিকে তদন্তে সহযোগিতার কথা।

Next Article