কলকাতা: মুখ্যসচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি কর্মচারীদের কারও কাজে কোনও গাফিলতি ধরা পড়লে বা কেউ যদি কোনও অসহযোগিতা করেন, সেক্ষেত্রে তাঁদের বরখাস্ত করা হবে। প্রশাসনিক সূত্রে খবর, বুধবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এই কড়া বার্তা দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে বলেছেন ‘অসহযোগিতা’ করলে ‘বরখাস্ত’ করে দিন।
বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান নিয়ে রিভিউ এবং জনসংযোগ নিয়ে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি কাজে কেউ অসহযোগিতা করলে কিংবা গাফিলতি করলে তা প্রথমে রিভিউ করার জন্য। এরপর যদি গাফিলতি প্রমাণ হয়, সেক্ষেত্রে সরকারি চাকরি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রয়োজনে আইনের ধারাও খতিয়ে দেখার জন্য বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আসার পর সরকারি পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন বদল এনেছেন। মানুষ যাতে আরও সহজে সরকারি সুযোগ সুবিধা ও পরিষেবা পান, তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ চালু করেছেন। তার মধ্যে অন্যতম রয়েছে দুয়ারে সরকার পরিষেবা। রাজ্যের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে এখন আর রাজ্যবাসীকে সরকারি অফিসে ছুটতে হয় না। দুয়ারে সরকারের শিবির থেকেই বিভিন্ন পরিষেবা আম জনতা পেয়ে যায়। এছাড়া মুখ্যমন্ত্রী সম্প্রতি জনসংযোগ কর্মসূচি নামেও একটি সরকারি কর্মসূচি চালু করেছেন। দুয়ারে সরকারের শিবিরে এসেও যাঁদের সমস্যা সমাধান হয়নি, তাঁদের জন্য এই কর্মসূচি চালু করেছেন তিনি।