
কলকাতা: বাংলার শিল্পমুখী ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে তুলে ধরতে কিছুদিন আগেই বড় করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়ে গিয়েছে। বাংলায় বিনিয়োগ টানতে ঢালাও উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ৩০০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর জেলায় শিল্প গড়ে তোলার জন্য এই জমি দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। সোমবারই বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে।
উল্লেখ্য, পুজোর আগে বাংলায় লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেখানে। স্পেন সফরকালে মমতার সফরসঙ্গী ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ঘোষণা করেছেন মমতা। স্পেন সফরকালে মাদ্রিদ থেকে সৌরভ ঘোষণা করেছিলেন, বাংলায় তাঁর শিল্প বিনিয়োগের কথা। সেটাও এই পশ্চিম মেদিনীপুর জেলাতেই। এই জেলাতেই ইস্পাত প্ল্যান্ট তৈরি করছেন সৌরভ।
পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিনিয়োগের কথা ঘোষণা করতেই এই জেলায় বিনিয়োগের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই চাইছেন, পশ্চিম মেদিনীপুরে নিজেদের শিল্পের জন্য বিনিয়োগ করতে। বাড়ছে জমির চাহিদা। বিনিয়োগে আগ্রহী বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই শিল্পের জন্য আবেদনও করে ফেলেছে বলে সূত্রের খবর। এমন অবস্থায় তাই শিল্পোন্নয়ন নিগমের জন্য ৩০০ একর জমি বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।