কলকাতা: ডেঙ্গি সচেতনতা প্রচারে নিযুক্ত কর্মীকে মারধরের পর এবার বিল্ডিং তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। হুমকি ও টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ দক্ষিণ দমদমের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর।
দু’দিন আগেই ওয়ার্ডের ডেঙ্গি সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছিল দক্ষিণ দমদম পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে টাকা চাওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ৩ নং ওয়ার্ডের মাঠকল স্কুলের পাশে একটি পাঁচতলা বিল্ডিং নির্মাণ করছেন ১৬ জন বাসিন্দা মিলে কো-অপারেটিভ সিস্টেমে বেশ কিছুদিন ধরে। ওই ১৬ জনের মধ্যে হীরালাল সাউ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁরা চার তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছেন। পাঁচ তলা তৈরির সময় বর্তমান কাউন্সিলর তাঁর কাছে টাকা চান।
তিনি দিতে অস্বীকার করলে তাঁর একজন অনুগামীকে দিয়ে পুরসভায় অভিযোগ করেন। এরপরে বিগত ৬ মাস ধরে বিল্ডিং নির্মাণের কাজ বন্ধ রয়েছে। এই সময়কালে কাউন্সিলর তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা চান, এমনকি বিল্ডিং তৈরির জন্য নির্মাণ সামগ্রীও তাঁর অনুগামীদের থেকে নিতে হবে বলে কাউন্সিলর চাপ দিতে থাকেন বলে অভিযোগ।
শুধু তাই নয় ওই ব্যক্তিকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। গোটা ঘটনার প্রেক্ষিতে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
বুধবার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানানোর সময় কাউন্সিলর স্থানীয় একটি স্কুল থেকে বেরিয়ে আসে অনুগামীদের নিয়ে ওই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা চলাকালীন ওই ব্যক্তি জানান কাউন্সিলর তার কাছে টাকা চেয়েছে। কাউন্সিলরের অবশ্য সাফ বক্তব্য, এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন। পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদীতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। তবে ঘটনার প্রাথমিক পর্যায়ে একটি তদন্ত করছে পুলিশ।