ED Raid: ED-র অফিসে হাজির দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান-প্রাক্তন IAS

ED Raids: এ দিন, বেশ কিছু নথিপত্র নিয়ে ইডি দফতরে হাজিরা দেন পাঁচু রায়। ইডি সূত্রে খবর দু’জনকেই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।সোমবারও জ্যোতিষ্মানকে দু'দফায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপর আজ ফের তলব করা হল তাঁকে।

ED Raid: ED-র অফিসে হাজির দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান-প্রাক্তন IAS
পাঁচু রায় ও প্রাক্তন IAS
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 1:07 PM

কলকাতা: চলছে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়। শুধু তাই নয়, আজও ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। গতকালও তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

এ দিন, বেশ কিছু নথিপত্র নিয়ে ইডি দফতরে হাজিরা দেন পাঁচু রায়। ইডি সূত্রে খবর দু’জনকেই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।সোমবারও জ্যোতিষ্মানকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপর আজ ফের তলব করা হল তাঁকে।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন পুরসভায় দুর্নীতির গন্ধ পান ইডি আধিকারিকরা। সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পুরসভায় হানা দেন তাঁরা। একের পর এক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকী প্রাক্তন ভাইস চেয়ারম্যানদের বাড়িতেও চলে তল্লাশি। সেইভাবেই গত ৫ অক্টোবর উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভা যেমন দক্ষিণ দমদম, কামারহাটি, টিটাগড় সহ একাধিক পুরসভায় তল্লাশি চালান গোয়েন্দারা। পাঁচু রায় সহ কয়েকজন প্রাক্তন ও পুরকর্তার বাড়িতেও চলে তল্লাশি। আজ ফের পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে পাঁচু রায় ও জ্যোতিষ্মানকে ডেকে পাঠালেন গোয়েন্দারা।