South Point School Student Missing: নিখোঁজ সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস এইটের ছাত্রী
South Point School Student Missing: পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শহরের যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে তার যথা সম্ভব ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুলের সিসিটিভি ক্যামেরাও দেখা হচ্ছে। স্কুলের সিসিটিভিতে দেখা যাচ্ছে, গতকাল বিকেল পাঁচটার পর ওই ছাত্রী স্কুল থেকে বেরিয়ে যায়।
কলকাতা: নিখোঁজ পড়ুয়া। সাউথ পয়েন্ট হাইস্কুলের অস্টম শ্রেণির ওই ছাত্রীর খোঁজ মিলছে না আর। স্কুলের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ করছে পরিবার। সোমবার নিত্যদিনের মতোই স্কুলে গিয়েছিল। অভিযোগ তারপর থেকে আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী। নেই কোনও যোগাযোগ। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শহরের যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে তার যথা সম্ভব ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুলের সিসিটিভি ক্যামেরাও দেখা হচ্ছে। স্কুলের সিসিটিভিতে দেখা যাচ্ছে, গতকাল বিকেল পাঁচটার পর ওই ছাত্রী স্কুল থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপর ওই পড়ুয়া কোথায় রয়েছে তার খোঁজ মেলেনি। সিসিটিভি-র ফুটেজ দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সহপাঠীদেরও।
এ দিকে, ছাত্রী নিখোঁজের পিছনে তার পরিবার স্কুলের গাফিলতির উপরে আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, কেন ছাত্রীকে একা-একা স্কুল থেকে বেরতে দেওয়া হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। নিখোঁজ ছাত্রীর বাবা আলিপুর আদালতের আইনজীবী। পরিবারের বক্তব্য, প্রতিদিন হয় ওই ছাত্রী মা নয়ত বাবা তাকে স্কুলে ছাড়তে বা নিতে আসেন। কোনও দিন যদি ছুটির পর দেরি হয় তাহলে পড়ুয়া স্কুলের ভিতরেই অপেক্ষা করে। গতকাল স্কুলে ছাত্রী বাবা দিতে গিয়েছিলেন। তবে আনতে আসার সময় দেখেন মেয়ে নেই। এরপরই স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পরিবারের আরও দাবি, বিগত কয়েকদিনে ওই পড়ুয়ার মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখতে পাননি তাঁরা। যদিও এই ঘটনায় এখনও স্কুলের প্রতিক্রিয়া মেলেনি।