
কলকাতা : অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে (Debashree Roy) আইনি নোটিস পাঠালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। শুধু নোটিস দিয়েই শেষ নয়, আগামিদিনে দেবশ্রীর বিরুদ্ধে আইনি লড়াই লড়তে যত দূর যেতে হয় যাবেন বলে জানিয়েছেন শোভন। তাঁর দাবি, দেবশ্রীর একটি প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি পোস্ট হতে দেখেছেন তিনি, যা আদতে অনেক পুরনো। কোনও ষড়যন্ত্র করেই সেই ছবিগুলি প্রকাশ করা হচ্ছে বলে মনে করছেন তিনি। এর আগে দেবশ্রী রায় শোভনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সেই সময় দেবশ্রীকে সঙ্গ দিয়েছিলেন শোভনের প্রাক্তন স্ত্রী তথা বর্তমান বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন শোভন।
সোমবার সংবাদমাধ্যমকে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি তাঁর পরিচিতরা তাঁকে এমন কিছু ছবি দেখিয়েছেন, যা দেবশ্রীর প্রোফাইল থেকে পোস্ট হচ্ছে। শোভন জানিয়েছেন, ওই পোস্টগুলিতে তাঁর ছবি, তাঁর নাম উল্লেখ করা হয়েছে। তাঁর তৎকালীন পদেরও উল্লেখ আছে।
তাঁকে না জানিয়ে, তাঁর পারিবারিক অনুষ্ঠান সহ আরও নানা ধরনের ছবি কেন প্রকাশ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ছবিগুলোকে ২০১৭, ২০১৮ বা ২০১৯ সালের পরে দেখানো হলেও, আদতে পোস্টগুলি অনেক পুরনো। এতে ষড়যন্ত্রের ছায়া দেখছেন শোভন।
এর আগে ২০২১ সালে মানহানির মামলা করেছিলেন দেবশ্রী। একটি সভা থেকে দেবশ্রী প্রসঙ্গে শোভন অযোগ্য বলে মন্তব্য করেছিলেন। এরপরই মানহানির মামলা হয়। সেই সময় দেবশ্রীর পাশে রত্নাকে দেখা গিয়েছিল। দেবশ্রী যে তাঁর ও শোভনের অনেক পুরনো পারিবারিক বন্ধু, সে কথাও জানিয়েছিলেন রত্না। অন্যদিকে, শোভনের সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছিল বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্যায়কে। এবার ফের আইনি লড়াইয়ের মুখোমুখি শোভন-দেবশ্রী।