Sovan-Ratna Divorce Case: বৈশাখীকে পাশে নিয়ে আদালতে শোভন, এলেন রত্নাও, বাদ গেল না ‘বাদানুবাদ’

Sovan-Ratna Divorce Case: প্রথমবার বিচারক বদল করতে রত্নাই বাধ্য করেছিলেন বলেও এদিন দাবি করেছেন শোভন। তবে এই মামলা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বৈশাখী।

Sovan-Ratna Divorce Case: বৈশাখীকে পাশে নিয়ে আদালতে শোভন, এলেন রত্নাও, বাদ গেল না 'বাদানুবাদ'
আদালতে শোভন-বৈশাখী রত্নাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 6:30 PM

কলকাতা: কয়েক বছর পেরলেও এখনও মীমাংসা হয়নি শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলার। এবার ফের নতুন বিচারকের ঘরে আবেদন জানালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এই নিয়ে দুবার ঘর বদল করায় প্রশ্ন তুলেছেন রত্না চট্টোপাধ্যায়। বুধবার বিচ্ছেদ মামলার কারণে ফের আদালতে উপস্থিত হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে দাঁড়িয়েই শোভন-বৈশাখীর বিরুদ্ধে অভিযোগ তুললেন রত্না।

বেশ কয়েক বছর কেটে গেল আলাদা রয়েছেন শোভন-রত্না। বুধবার জেলা জজের ঘরে ওঠে মামলা। বিচ্ছেদ মামলায় এভাবে বারবার বিচারক বদল করায় রত্না বলেন, “বিচার ব্যবস্থার ওপর শোভন-বৈশাখীর আস্থা নেই। তাই বারবার জজ সাহেবের ঘর বদল করছেন। ওঁরা মনে করছেন জজ সাহেব আমার হয়ে কথা বলছেন। কিন্তু আমার আইন ব্যবস্থার ওপর পূর্ণ বিশ্বাস আছে।” তবে রত্নার এই বক্তব্যে আমল দিতে রাজি নন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রত্নার এই বক্তব্যের কোনও গুরুত্ব আমার কাছে নেই। আইন আদালত কোর্টের ওপর বিশ্বাস আছে। আমাদের যা করার সেটা আমরা করছি।”

প্রথমবার বিচারক বদল করতে রত্নাই বাধ্য করেছিলেন বলেও এদিন দাবি করেছেন শোভন। তবে এই মামলা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বৈশাখী। তাঁকে প্রশ্ন করা হলে বৈশাখী বলেন, “এটা তো আমার কোনও বিষয় নয়। শোভনকেই জিজ্ঞেস করুন।”