কলকাতা: কলকাতার ইডেন্স গার্ডেন্সে ভারতীয় দলের ম্যাচে বিধায়কদের টিকিট দেওয়ার জন্য সিএবি-র কাছে চিঠি লিখেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ২৯৩ জন বিধায়ককে অন্তত একটি করে টিকিট দেওয়ার জন্য সিএবি-কে জানিয়েছিলেন তিনি। কিন্তু সিএবি-র তরফে বিধায়কদের জন্য এখনও কোনও টিকিট দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন বিধানসভার স্পিকার। বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার বিধানসভায় এসেছিলেন সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
২৯৩ জন বিধায়কের জন্য টিকিট চাই। এই মর্মে সিএবিকে চিঠি দিয়েছিলেন স্পিকার। কিন্তু একটাও টিকিট আসেনি বলে স্পিকার ক্ষোভ জানিয়েছিলেন। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেন সিএবি সভাপতি। তবে এখনও টিকিট আসেনি বিধানসভায়। কিন্তু স্পিকারের সঙ্গে স্নেহাশিসের সাক্ষাতের পর টিকিট আসতে পারে বলে মনে করা হচ্ছে। টিকিট এলে পরিষদীয় দলের মাধ্যমে বিধায়কদের জানানো হবে। বিধায়করা এসে নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা বিধানসভা থেকে একটি চিঠি পাঠিয়েছিলাম সিএবি সভাপতির কাছে। বিধানসভার অদূরে এত বড় খেলা হচ্ছে। কিন্তু আমাদের কোনও কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়নি। টিকিট যাতে দেওয়া হয়, সে জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। সে জন্য স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আজ আমাদের অফিসে এসেছিলেন। এবং তাঁর পক্ষে যতটা সহযোগিতা করা সম্ভব, তা তিনি করবেন বলে জানিয়েছেন। টিকিট এলে আমাদের অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।” যদিও এ ব্যাপারে সংবাদমাধ্যমকে কিছু জানাননি সিএবি প্রেসিডেন্ট।
ঘরের মাটিতে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জয়ের রথ ছুটছে অদম্য গতিতে। প্রথম ৬টি ম্যাচেই জিতেছে রোহিত-বিরাটরা। ৫ নভেম্বর ইডেনে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিট বিধায়কদের দেওয়ার জন্যই সিএবি-কে চিঠি দিয়েছেন স্পিকার।