Kolkata Metro: যুবভারতীতে ISL ম্যাচ শেষে শনির রাতে চলবে মেট্রো, দেখে নিন সময়সূচি
মেট্রো রেল কর্তৃপক্ষকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছিল ম্যাচের পর সমর্থকদের বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয় সে জন্য অতিরিক্ত মেট্রো চালাতে। সেই অনুরোধে সাড়া দিলেন মেট্রো কর্তৃপক্ষ। শনিবার মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যাচের পর অতিরিক্ত দুটি ট্রেন চালাবেন মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা: ভারতীয় ফুটবলের সবথেকে বড় প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই লিগে খেলছে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুই দলের হাজার হাজার সমর্থক প্রিয় দলের খেলা দেখতে মাঠে ভিড় জমান। সে জন্য দুই ক্লাবের পক্ষ থেকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছিল ম্যাচের পর সমর্থকদের বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয় সে জন্য অতিরিক্ত মেট্রো চালাতে। সেই অনুরোধে সাড়া দিলেন মেট্রো কর্তৃপক্ষ। শনিবার মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যাচের পর অতিরিক্ত দুটি ট্রেন চালাবেন মেট্রো কর্তৃপক্ষ। শনিবার দুপুরে এ কথা জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
মেট্রোর রেলের তরফে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টস এবং পঞ্জাব ফুটবল ক্লাবের ম্যাচের পর ২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত এই বিশেষ ট্রেন চালানো হবে। একটি ট্রেন রাত ১০টায় সল্টলেক স্টেডিয়াম ছেড়ে ১০টা ৭ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। অপর ট্রেনটি ১০টা ১০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ১০টা ১৭ মিনিটে। এই দুটি ট্রেনই ফুলবাগান স্টেশনে স্টপেজ দেবে।
এ বিষয়ে কলকাতার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “মোহনবাগান সুপার জায়ান্টস আমাদের কাল রাতে অনুরোধ করে খেলা শেষের পর অতিরিক্ত ট্রেন চালানোর। কলকাতার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আমরা দুটি ট্রেন চালাবো। সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহের মধ্যে দুটি ট্রেন চালানো হবে।”