Kolkata Police: কলকাতা পুলিশে নিয়োগ পরীক্ষার জন্য চলবে স্পেশ্যাল মেট্রো, সময়সূচি জেনে নিন

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 30, 2023 | 11:55 PM

Kolkata Police: বিবৃতিতে জানানো হয়েছে রবিবার ৩ ডিসেম্বর প্রথম অতিরক্ত মেট্রো সকাল ৭টার সময় ছাড়বে কবি সুভাষ থেকে। যাবে দক্ষিণেশ্বর। একই সময়ে একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। যাবে কবি সুভাষ।

Kolkata Police: কলকাতা পুলিশে নিয়োগ পরীক্ষার জন্য চলবে স্পেশ্যাল মেট্রো, সময়সূচি জেনে নিন
প্রতীকী ছবি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতা পুলিশে নিয়োগ পরীক্ষার জন্য চলবে স্পেশ্যাল মেট্রো। আগামী ৩ তারিখ এই স্পেশ্যাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিন বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত বলে মেট্রো রেলের তরফে বিবৃতিতে বলা হয়েছে। চলবে দু’টি আপ ও দু’টি ডাউন মেট্রো। বিবৃতিতে জানানো হয়েছে রবিবার ৩ ডিসেম্বর প্রথম অতিরক্ত মেট্রো সকাল ৭টার সময় ছাড়বে কবি সুভাষ থেকে। যাবে দক্ষিণেশ্বর। একই সময়ে একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। যাবে কবি সুভাষ। 

ওইদিন পরের অতরিক্ত মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর, আপ-ডাউন দুই লাইনেই একই সময়ে ছাড়বে দুটি মেট্রো। তবে ওই দিন বাকি মেট্রোগুলির সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, পুজো হোক বা সাধারণ দিন, সাম্প্রতিক সময়ে একাধিকবার যাত্রী পরিবহনের নিরিখে বড় রেকর্ড করেছে কলকাতা মেট্রো। হিসাব বলছে চলতি অর্থবর্ষের ৩১ অক্টোবর পর্যন্ত কলকাতায় মেট্রো চড়েছেন ১১.১৮ কোটি যাত্রী। যা সাম্প্রতিক অতীতের পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। 

মেট্রো সূত্রে খবর, সবথেকে বেশি ভিড় হয়েছে এবারের অক্টোবরে। অক্টোবরের ছিল দুর্গাপুজো। পুজোর ক’টা দিন রোজই মেট্রোয় ব্যাপক ভিড় দেখা গিয়েছে। পঞ্চমী থেকে শুরু হয়েছিল রেকর্ড, যা ছিল একেবারে নমমী পর্যন্ত। কলকাতা মেট্রো সূত্রে খবর, চলতি বছরের অক্টোবরে কলকাতায় মেট্রো চড়েছেন ১.৮৩ কোটি যাত্রী। যা আবার গতবছরের একই সময়ের থেকে ৩.৯৮ শতাংশ বেশি। 

Next Article