কলকাতা : রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর (West Bengal Healthcare Sector) ছবি দিন দিন বেআব্রু হচ্ছে। কলকাতার সরকারি হাসপাতালগুলিতে ন্যায্যমূল্যের ওষুধের কাউন্টারগুলিতে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত ওষুধের অভাব রয়েছে। এবার সেই কঙ্কালসার ছবিটা শহরের গণ্ডি ছাপিয়ে ঢুকে পড়েছে জেলায় জেলায়। রাজ্যে যখন সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর এমন বেহাল দশা, তখন কলকাতা আইএমএ’র নির্বাচন ঘিরে ফের একবার প্রকাশ্যে এসেছে নির্মল মাজি (Nirmal Maji) ও শান্তনু সেনের (Shantanu Sen) বিবাদ। নির্মল মাজির কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে সাংবাদিক বৈঠক করেন শান্তনু অনুগামীরা। তাঁদের বক্তব্য, “কুকুরের ডায়ালিসিস থেকে টসিলাজুমাব। যিনি কেলেঙ্কারির চূড়ায় বসে রয়েছেন তিনি আবার অন্যের বিচার করেন। আমরা গোঁড়া তৃণমূল সমর্থক। আমরা প্রতিষ্ঠানকে বাঁচাতে চাই। আমরা ব্যক্তি নির্মল মাজির বিরুদ্ধে।” পাল্টা তোপ দেগেছেন নির্মল মাজিও।
রাজ্যে যখন সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে এমন বেহাল পরিস্থিতি, যখন স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে এমন ভুড়ি ভুড়ি অভিযোগ উঠছে, তখন ফের এক নজরবিহীন ঘটনা রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে। আবার প্রকাশ্যে চলে এল নির্ম মাজি ও শান্তনু সেনের বিবাদ। উভয়েই রাজ্যের শাসক দলের দুই গুরুত্বপূর্ণ মুখ। অথচ দুই নেতার মধ্যে এমন আকচা আকচির খবর এর আগেও একাধিকবার উঠে এসেছে।
উল্লেখ্য, আগামী ৫ মার্চ আইএমএ কলকাতা শাখার নির্বাচন রয়েছে। এই নির্বাচনের আগে একদিকে রয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্মল মাজি, অন্যদিকে সেক্রেটারি পদপ্রার্থী রয়েছেন চিকিৎসক মৌসুমী দে বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত ভট্টাচার্য এবং অমিতাভ দে রয়েছে অ্যাসিট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী। এখানে দেখা গিয়েছে, এক পক্ষ অন্য পক্ষের নামে তোপ দাগছেন এবং তাও আবার প্রকাশ্যে। এর আগেও একাধিকবার দুই শিবিরের মধ্যে এমন চাপান উতোরের খবর পাওয়া গিয়েছিল। এ ক্ষেত্রে শান্তনু সেন এবং নির্মল মাজির মধ্যে এই বিবদমান পরিস্থিতির কথা এখন আর অজানা নয়। কিন্তু যেভাবে এদিনের ঘটনাক্রম এগোল, তা এক কথায় নজিরবিহীন বলা যায়।
কারণ, এক পক্ষ অর্থাৎ, চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য এবং চিকিৎসক অমিতাভ দে বেশি পরিচিত শান্তনু সেনের ঘনিষ্ঠ বলে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার সময় একাধিকবার তাঁদের মুখে শান্তনু সেনের প্রশংসাও শোনা গিয়েছে। অন্যদিকে তাঁরা নির্মল মাজি, বিশেষ করে ব্যক্তি হিসেবে নির্মল মাজিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং তাঁকে চিকিৎসক সমাজের কলঙ্ক হিসেবে অভিহিত করছেন।
আরও পড়ুন : Sandhya Mukhopadhyay Death: ‘অপূরণীয় ক্ষতি, অগ্রজাকে হারালাম’, সন্ধ্যার প্রয়াণে শোকবিহ্বল মমতা