
কলকাতা: সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পদত্যাগ করতেই রাজ্যের নতুন এজি হিসাবে উঠে আসছিল কিশোর দত্তের নাম। সূত্রের খবর, সেই নামেই পড়তে চলেছে চূড়ান্ত সিলমোহর। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) কাছে রাজ্যের তরফে নাম পাঠিয়েও দেওয়া হয়েছে। তবে তাতে এখনও সই করেননি বোস। জানা যাচ্ছে এমনটাই। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলেছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। ধনখড় আমলে করেন পদত্যাগ। এবার ফের তাঁকেই পুরনো পদে বহাল করা হতে পারে বলে খবর।
সূত্রের খবর, কয়েকদিন আগেই নতুন অ্যাডভোকেট জেনারেল হিসাবে কিশোর দত্তের নাম রাজ্যপালের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছিল নবান্ন। যদিও বেশ কিছু রিভিউয়ের জন্য ফের তা রাজ্যের কাছে পাঠিয়ে দেন রাজ্যপাল। সেই রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করে ফের সেই নাম রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও রাজ্যপাল এ নিয়ে এদিন বলেন, রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেলের নাম পাঠানো হয়েছে। আমি এখনও সই করিনি। সই করার পর নামটি জানানো হবে।
কিন্তু, সেই ঘোষণা করা হবে এদিন সে বিষয়ে বিশেষ খোলসা করেননি রাজ্যপাল। বোসের সইয়ের পরেই রাজভবন থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। প্রসঙ্গে, দায়িত্বে থাকার সময়েই রাজ্যের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলা সামলেছিলেন এই প্রবীণ আইনজীবী। তালিকায় ভোট পরবর্তী সন্ত্রাস মামলা, তেমনই আবার ছিল নারদ মামলাও।