21 July TMC Rally: চার বিজেপি বিধায়ক কি একুশের মঞ্চে? কোন চমক অপেক্ষা করছে ধর্মতলায়?

21 July: জোর গুঞ্জন ছড়িয়েছে চার বিজেপি বিধায়কের নাম নিয়ে। একুশের মঞ্চ থেকে চার বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

| Edited By: Soumya Saha

Jul 21, 2022 | 10:28 AM

কলকাতা : একুশে জুলাইয়ের সভায় (21 July TMC Rally) কী চমক থাকছে? কারা কারা যোগ দিতে পারেন এদিন তৃণমূলে? বুধবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। বলেছেন, শুধু দলে যোগ দিলেই চমক হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তাই হল আসল চমক। তবে এরই মধ্যে জোর গুঞ্জন ছড়িয়েছে চার বিজেপি বিধায়কের নাম নিয়ে। একুশের মঞ্চ থেকে চার বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কোন কোন নাম ঘিরে জল্পনা ছড়িয়েছে?

মেদিনীপুরের বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী নাম ঘিরে জোর জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। এর পাশাপাশি উত্তরবঙ্গের এক বিধায়ক এবং মেদিনীপুরের এক বিধায়কের নাম ঘিরেও জোর গুঞ্জন ছড়িয়েছে। সূত্রের খবর শঙ্কর ঘোষ বা অশোক দিন্দাকে দেখা যেতে পারে একুশের মঞ্চে। তবে বিষয়টি নিয়ে বড্ড বেশি রাখঢাক রয়েছে। বিজেপির অন্দরে কেউই বিষয়টি নিয়ে কোনও মুখ খুলতে চাইছেন না।

উল্লেখ্য,  বিগত দুই বছর করোনার কারণে এই বিশাল সমাবেশের আয়োজন করা সম্ভব হয়নি। ভার্চুয়ালিই সারতে হয়েছিল একুশে জুলাই। কোভিড কাঁটা কাটিয়ে উঠে এবার ফের স্বমহিমায় ফিরেছে তৃণমূলের একুশে জুলাইয়ের ‘শহিদ’ সমাবেশ। আর এইবারের একুশে জুলাইয়ের সমাবেশে কী চমক রয়েছে, সেই দিকেই নজর রয়েছে রাজ্য রাজনীতির।

অতীতেও ২১ জুলাইয়ের সমাবেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চমক দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে এইবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও কোনও না কোনও চমক থাকবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। প্রসঙ্গত, রাজ্যের শাসক শিবিরের তরফ থেকে সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে দাবি করতে দেখা গিয়েছে, তৃণমূল ‘দরজা খুলে দিলে’ নাকি বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপি রাজ্য থেকে উঠে যাবে। এমন এক পরিস্থিতিতে চার বিজেপি বিধায়কের নাম নিয়ে জল্পনা ছড়ানোয় বেশ অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরের।

 

দেখুন ভিডিয়ো:

কলকাতা : একুশে জুলাইয়ের সভায় (21 July TMC Rally) কী চমক থাকছে? কারা কারা যোগ দিতে পারেন এদিন তৃণমূলে? বুধবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। বলেছেন, শুধু দলে যোগ দিলেই চমক হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তাই হল আসল চমক। তবে এরই মধ্যে জোর গুঞ্জন ছড়িয়েছে চার বিজেপি বিধায়কের নাম নিয়ে। একুশের মঞ্চ থেকে চার বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কোন কোন নাম ঘিরে জল্পনা ছড়িয়েছে?

মেদিনীপুরের বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী নাম ঘিরে জোর জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। এর পাশাপাশি উত্তরবঙ্গের এক বিধায়ক এবং মেদিনীপুরের এক বিধায়কের নাম ঘিরেও জোর গুঞ্জন ছড়িয়েছে। সূত্রের খবর শঙ্কর ঘোষ বা অশোক দিন্দাকে দেখা যেতে পারে একুশের মঞ্চে। তবে বিষয়টি নিয়ে বড্ড বেশি রাখঢাক রয়েছে। বিজেপির অন্দরে কেউই বিষয়টি নিয়ে কোনও মুখ খুলতে চাইছেন না।

উল্লেখ্য,  বিগত দুই বছর করোনার কারণে এই বিশাল সমাবেশের আয়োজন করা সম্ভব হয়নি। ভার্চুয়ালিই সারতে হয়েছিল একুশে জুলাই। কোভিড কাঁটা কাটিয়ে উঠে এবার ফের স্বমহিমায় ফিরেছে তৃণমূলের একুশে জুলাইয়ের ‘শহিদ’ সমাবেশ। আর এইবারের একুশে জুলাইয়ের সমাবেশে কী চমক রয়েছে, সেই দিকেই নজর রয়েছে রাজ্য রাজনীতির।

অতীতেও ২১ জুলাইয়ের সমাবেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চমক দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে এইবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও কোনও না কোনও চমক থাকবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। প্রসঙ্গত, রাজ্যের শাসক শিবিরের তরফ থেকে সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে দাবি করতে দেখা গিয়েছে, তৃণমূল ‘দরজা খুলে দিলে’ নাকি বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপি রাজ্য থেকে উঠে যাবে। এমন এক পরিস্থিতিতে চার বিজেপি বিধায়কের নাম নিয়ে জল্পনা ছড়ানোয় বেশ অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরের।

 

দেখুন ভিডিয়ো: