Kharagpur Municipality: খড়্গপুর পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের ‘ডেডলাইন’ বেঁধে দিলেন অজিত, না হলেই…

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 20, 2022 | 6:36 PM

Kharagpur TMC: অজিত মাইতি বললেন, "আমি আশা করছি ওর শুভবুদ্ধির উদয় হবে এবং আজকের মধ্যে পদত্যাগ করবেন। না করলে কাল থেকে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে।"

Kharagpur Municipality: খড়্গপুর পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের ডেডলাইন বেঁধে দিলেন অজিত, না হলেই...
অজিত মাইতি

Follow Us

কলকাতা ও খড়্গপুর: খড়্গপুর পুরসভা (Kharagpur Municipality) নিয়ে এক দোলাচলের পরিস্থিতি তৈরি হয়েছে। ৩৫ সদস্যের পুরসভা বোর্ড। সেখানে তৃণমূলের (TMC) কাউন্সিলর রয়েছেন ২৫ জন। অথচ শাসক দলের সেই ২৫ কাউন্সিলরের মধ্যে ২০ জনই বেঁকে বসেছেন। বর্তমান পুরপিতা প্রদীপ সরকারের বিরুদ্ধে সই করেছেন। এমন অবস্থায় তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি (Ajit Maity) আগেই নির্দেশ দিয়েছিলেন, প্রদীপ সরকারকে পুরসভার চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার জন্য। তাঁকে দল বৃহত্তর কাজে ব্যবহার করবে বলেও জানিয়েছিলেন অজিত মাইতি। জেলা কো-অর্ডিনেটর জানিয়েছিলেন, প্রদীপ সরকার সেই কথা মেনেও নিয়েছেন।

কিন্তু মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রদীপ সরকার পুরসভার চেয়ারম্যান পদ ছাড়েননি। এমন অবস্থায় অজিত মাইতির গলায় ফের কড়া বার্তা। বললেন, “প্রদীপ সরকারকে পদত্যাগ করতেই হবে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। দলও ভাবনা চিন্তা করে, বৈঠক করে, জেলার সমস্ত নেতৃত্বকে রেখে জানিয়ে দিয়েছে। উনি পদত্যাগ করতে বাধ্য। উনি আমার কাছে একদিন সময় চেয়েছিলেন, সেই সময় দেওয়া হয়েছে। এখনও কেন উনি পদত্যাগ করছেন না, তা আমাদেরও খোলসা করে বলছেন না।”

তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর আরও জানান, “আমরা আজকের দিন পর্যন্ত দেখব। যদি পদত্যাগ না করেন, কাল আমরা অন্য ব্যবস্থা নিয়ে নেব। সেটা দলই বলে দিয়েছে। দলের রাজ্য স্তর থেকে শুরু করে, কেউই আর চাইছেন না প্রদীপ আর থাকুক। যেহেতু দল জানিয়ে দিয়েছে, ওকে অন্য কাজে ব্যবহার করা হবে, তাই ওকে দলের নির্দেশ মানতে হবে। দলের নির্দেশেই উনি চেয়ারম্যান হয়েছিলেন, দলের নির্দেশেই তাঁকে ছাড়তে হবে। আমি আশা করছি ওর শুভবুদ্ধির উদয় হবে এবং আজকের মধ্যে পদত্যাগ করবেন। না করলে কাল থেকে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে।”

যদিও খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার তাঁর কাউন্সিলরদের বেঁকে বসার ঘটনায় চক্রান্তের তত্ত্ব উস্কে দিয়েছেন। সোমবার তিনি বলছেন, “এর পিছনে একটি ষড়যন্ত্র আছে। অনেক মানুষের হাত থাকতে পারে। আমি এখনও বিশ্বাস করি, যাঁরা সই করেছেন, তাঁরা আমার বিরুদ্ধে নয়। তাঁদের চাপ দিয়ে, ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে সই করানো হয়েছে।” তবে সঙ্গে তিনি এও বলেছিলেন, দল যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। কিন্তু এখনও পর্যন্ত পদত্যাগ না করায় এবার কড়া বার্তা দিলেন অজিত মাইতি।

Next Article