COVID Update: এক লাফে দেড়শো’র বেশি বাড়ল করোনা, হাজারের দোড়গোড়ার বিষ-নিঃশ্বাস ফেলছে সংক্রমণ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 27, 2021 | 8:48 PM

COVID 19 in West Bengal: বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দুই জেলাতেই করোনার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। কলকাতায় প্রতিদিনই দুশো-র উপর দিয়েই যাচ্ছে সংক্রমণের গ্রাফ।

COVID Update: এক লাফে দেড়শোর বেশি বাড়ল করোনা, হাজারের দোড়গোড়ার বিষ-নিঃশ্বাস ফেলছে সংক্রমণ
কিছুটা স্বস্তি দিচ্ছে করোনা। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: দুর্গাপুজোর পর উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। বেশ কয়েকদিন ধরে হাজারের দোরগোড়ায় ঘোরাফেরা করছে করোনার দৈনিক সংক্রমণ। রাজ্য়ে করোনার এই ছবি স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তায় রাখছে স্বাস্থ্য ভবনকে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৯৭৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮০৬। এক লাফে দেড়শোরও বেশি বেড়েছে রাজ্যে দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বাংলায় শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৩৭ জন।

রাজ্যে বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দুই জেলাতেই করোনার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। কলকাতায় প্রতিদিনই দুশো-র উপর দিয়েই যাচ্ছে সংক্রমণের গ্রাফ। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৭২। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১৫৯ জন। করোনায় মৃত্যুও সবথেকে বেশি এই দুই জেলাতেই।

জেলাওয়াড়ি করোনা সংক্রমণের চিত্র (অলংকরণ – অভীক দেবনাথ)

এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ:

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: মঙ্গলবার-০। বুধবার-০

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-৪।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: মঙ্গলবার -০, বুধবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: মঙ্গলবার -২, বুধবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার -০, বুধবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬ জন। মৃত্যু: মঙ্গলবার-৬, বুধবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার -০, বুধবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ২২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৮ জন। মৃত্যু: মঙ্গলবার –৬, বুধবার-৪।

আরও পড়ুন : Bar and Restaurant Kolkata: ‘৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে বন্ধ হবে পানশালা’, রাজ্য সরকারকে হুঁশিয়ারি সংগঠনের

Next Article