AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Bose: আইলিগে ইস্টবেঙ্গলকে হারাবে শ্রীভূমি, রোনাল্ডিনহোর আসার দিনে চ্যালেঞ্জ সুজিত বসুর

Sujit Bose: সুজিত বসু বলেন, "আমাদের দু'টো ফুটবল টিম খেলছে। একটা শ্রীভূমি ফুটবল ক্লাব। ফার্স্ট ডিভিশন খেলছে। আরও একটা আছে। মেয়েদের ফুটবল টিম। আমি আশা করছি এবার আমাদের মেয়েরা আইলিগ খেলবে। সেইভাবে টিম তৈরি করা হয়েছে।"

Sujit Bose: আইলিগে ইস্টবেঙ্গলকে হারাবে শ্রীভূমি, রোনাল্ডিনহোর আসার দিনে চ্যালেঞ্জ সুজিত বসুর
মন্ত্রী সুজিত বসু। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 3:51 PM
Share

কলকাতা: আইলিগে ইস্টবেঙ্গলকে হারাবে শ্রীভূমি। দ্বিতীয়ায় পুজো মণ্ডপ থেকে বললেন মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অতিথি হয়ে আসেন দেশ-বিদেশের ফুটবলার। শ্রীভূমিতে এসেছিলেন দিয়াগো মারাদোনা। এবার পুজোয় এসেছেন রোনাল্ডিনহো।

সুজিত বসুর কথায়, এমন বহু সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে, যারা খেলার ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি করে। সুজিত বসু বলেন, “আমাদের দু’টো ফুটবল টিম খেলছে। একটা শ্রীভূমি ফুটবল ক্লাব। ফার্স্ট ডিভিশন খেলছে। আরও একটা আছে। মেয়েদের ফুটবল টিম। আমি আশা করছি এবার আমাদের মেয়েরা আইলিগ খেলবে। সেইভাবে টিম তৈরি করা হয়েছে।”

এরপরই সুজিত বলেন, “গতবার শেষ মুহূর্তে ১ গোল খেয়ে গিয়েছিলাম ইস্টবেঙ্গলের কাছে। আমার মনে হয়, এবার শ্রীভূমি ইস্টবেঙ্গলকে হারাবে। আমরা চেষ্টা করব। আমি যখন শ্রীভূমি হই তখন আমি মোহনবাগান-ইস্টবেঙ্গল করি না। তখন আমি শ্রীভূমিই করি। যখন ফুটবল খেলাকে ভালবাসি, তখন মোহনবাগান, ইস্টবেঙ্গল সকলকেই সাপোর্ট করি। তবে শ্রীভূমি একদিন এদের সামনাসামনি যাবে।”