
কলকাতা: ভরত বনধ সফল করতে পথে বাম কর্মী সমর্থকরা। রাজ্যজুড়ে বুধবার বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও বিস্তর ক্ষোভ উগরে দিয়েছেন বনধ সমর্থকারীরা। এ দিন অশান্তির খবর উঠে এল দক্ষিণ কলকাতা থেকে। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের দাবি পুলিশ টায়ার চুরি করেছে।
আজ বনধ সফল করতে পথে নামেন সৃজন ভট্টাচার্যরা। গাঙ্গুলিবাগান মোড়ে পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ, সেখানকার একের পর এক দোকানে ঢুকে শাটার নামিয়ে দেন বনধ সমর্থকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ তাঁদের আটকায়। আর তখন ফের বচসার সূত্রপাত হয়।
এরপর বনধ সমর্থনকারীদের একাংশ বাসের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তার উপর শুয়ে পড়েন। সেই সময় পুলিশ তাদের তুলে দিতে চায়। তখনই ফের ধস্তাধস্তি হয়। পুলিশের বিরুদ্ধে সেই সময় ক্ষোভ উগরে দিয়ে সৃজন ভট্টাচার্য বলেন, “মিছিল করার অধিকার কোনও চালচোরের বাচ্চা আমাদের দেয়নি। উর্দি পরা ভৃত্যরা টায়ার চোর। প্রতিবাদীরা টায়ার জ্বালাতে এসেছেন আর ওরা সেই টায়ার কেড়ে পালিয়েছে। আমরা তো মোদী সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট করছি। রাহুল গান্ধী বিহারে নেমেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট ভাঙতে পুলিশ লেলিয়ে দিয়েছেন।”