কলকাতা: কেলগ কলেজে মুখ্য়মন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ তুলে বামেদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। একটি পোস্ট ভাইরাল করেছিলেন তৃণমূল সমর্থকরা। যেখানে লেখা ছিল, “কুকুর বিড়াল মারবেন না, সুজন-সেলিমকে পেলে ছাড়বেন না।” এর পাল্টা বৃহস্পতিবার পোস্ট করেন বাম নেতৃত্বরা। এবার তাঁরা লিখলেন, “কুকুর বিড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না।”
আজ সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজারের চাকরি চলে গিয়েছে। এই নির্দেশ শোনার পরই কান্নায় ভেঙে পড়েছেন সকলে। কী ভাবে চলবে জীবন তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তাঁরা। এরপরই শুরু হয়েছে রাজনীতি। দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি-বাম সকলে। যদিও, পাল্টা তৃণমূল দুষেছে সিপিএম-কে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে নোবেল দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ করতে ছাড়েননি, এক সময়ের বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
এই আবহেই পোস্ট করেছেন শতরূপ-সৃজন ভট্টাচার্যরা। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেলগ কলেজে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল, ঠিক একই ভাবে পোস্ট করেছেন সিপিএম নেতৃত্ব। যাঁদের দুর্নীতির জন্য চাকরি চলে গিয়েছে, তাঁদের কাউকে না ছাড়ার নিদান দিয়েছেন তাঁরা।