SSC: এসএসসি-তে নতুন ‘স্ক্যাম’! ভেরিফিকেশন করতে গিয়ে ১৫০ জনের আবেদনপত্র দেখে চমকে গেল কমিশন

SSC Recruitment: স্কুল সার্ভিস কমিশন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি, টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি! এমন আরও অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলেছে। তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। একের পর এক নেতা-মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে। অবশেষে প্রায় ৯ বছর পরীক্ষা হয়েছে।

SSC: এসএসসি-তে নতুন স্ক্যাম! ভেরিফিকেশন করতে গিয়ে ১৫০ জনের আবেদনপত্র দেখে চমকে গেল কমিশন
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 24, 2025 | 1:55 PM

কলকাতা: প্রায় ৯ বছর পর পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে ফল প্রকাশও হতে শুরু করেছে। আর তারপরই সামনে এসেছে এক নতুন কেলেঙ্কারি। না, কমিশনের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। অভিযোগ উঠেছে প্রার্থীদের একাংশের বিরুদ্ধে। পরীক্ষার ফল প্রকাশের পর যাঁদের নাম তালিকায় উঠেছে, তাঁদের ভেরিফিকেশন করতে গিয়ে ধরা পড়েছে যে কয়েকজন ভুয়ো তথ্য দিয়ে, ছলে-বলে-কৌশলে চাকরি বাগানোর চেষ্টা করছিলেন।

স্কুল সার্ভিস কমিশন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি, টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি! এমন আরও অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলেছে। তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। একের পর এক নেতা-মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে। অবশেষে প্রায় ৯ বছর পরীক্ষা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে, তাঁরা এই নিয়োগের দিকে তাকিয়ে আছেন। এই পরিস্থিতিতে অন্তত ১৫০ প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো তথ্য় দেওয়ার অভিযোগ উঠেছে।

কিছুদিন আগেই একাদশ-দ্বাদশের ফলাফল বেরিয়েছে। নিয়ম হল, ফল প্রকাশের পর ভেরিফিকেশন করে তারপর ইন্টারভিউয়ের জন্য নাম পাঠানো হয়। সেই ভেরিফিকেশন করতে গিয়েই গত কয়েকদিনে ১৫০ জনের বেশি প্রার্থীর আবেদনপত্র বাতিল করেছে কমিশন।

অভিযোগ, ভুল তথ‍্য দিয়ে কমিশনকে বোকা বানিয়ে চাকরি বাগানোর চেষ্টা ছিল ওই প্রার্থীদের।

কী কী ধরনের কৌশল নেওয়া হয়েছে?

১. বয়স কমিয়ে আবেদন। তারপর যে নথিতে কম বয়স হচ্ছে, শুধু সেটা দেখানো। অন‍্য নথি চাইতেই আসল কারসাজি ধরা পড়ে গিয়েছে।

২. জেনারেল কাস্ট হলেও ওবিসি বলে দাবি করা হয়েছে।

৩. শিক্ষকতার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভুল তথ‍্য দিয়ে অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার চেষ্টা হয়েছে।

৪. বিশেষভাবে সক্ষম না হলেও ভুল তথ‍্য দিয়ে বিশেষভাবে সক্ষম তালিকায় ঢোকার চেষ্টা হয়েছে।