SSC: নবম-দশমের ফল প্রকাশের দিন স্থির করল এসএসসি

SSC Exam: প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা।

SSC: নবম-দশমের ফল প্রকাশের দিন স্থির করল এসএসসি
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 21, 2025 | 3:39 PM

কলকাতা: একাদশ-দ্বাদশের নিয়োগের ফল প্রকাশ হয়েছে আগেই। এবার নবম-দশমের ফল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। চলতি সপ্তাহেই ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বদল হয়েছে। আগামী সোমবার সন্ধ্যায় নবম-দশমের ফল প্রকাশ করবে এসএসসি। সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে বলে সূত্রের খবর।

একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও তাতে ডাক পাননি অনেক চাকরিহারা। তাই নবম-দশমের ফল প্রকাশের অপেক্ষায় আছেন তাঁরা। সোমবার ফল প্রকাশ হলে স্পষ্ট হয়ে যাবে, তাঁদের চাকরি থাকছে কি না।

এদিকে, একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হওয়ার পর নানা জটিলতা দেখা দিয়েছে। সামনে আসে এক দাগি প্রার্থীর নাম। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট অযোগ্যদের পুরো তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে।

প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা।

আগামী ২৬ নভেম্বর আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ পক্রিয়া শুরু করছে এসএসসি। মঙ্গলবার সন্ধেয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কমিশন। অভিযোগ ওঠে, ভেরিফিকেশনের জন্য যে তালিকা প্রকাশ করা হয়, তাতে নাম ছিল চিহ্নিত দাগিদেরও। সেক্ষেত্রে নীতীশরঞ্জনের নাম সামনে আসে। হাইকোর্টের নির্দেশে সেই নাম বাদ দেওয়া হয়েছে।