SSC result publish: একাদশ-দ্বাদশে যাঁরা ডাক পাননি আজই শেষ সুযাগ, সন্ধ্যায় বেরাচ্ছে SSC নবম-দশমের ফল

SSC news: দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল করেছিল কোর্ট। প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। শুধু শিক্ষক নয়, নতুন করে পরীক্ষা নিতে বলা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। সেই পরীক্ষাও হবে খুব শীঘ্রই। এরই মধ্যে আজ আবার নবম-দশমের ফলপ্রকাশ। 

SSC result publish: একাদশ-দ্বাদশে যাঁরা ডাক পাননি আজই শেষ সুযাগ, সন্ধ্যায় বেরাচ্ছে SSC নবম-দশমের ফল
এসএসসির ফলপ্রকাশ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2025 | 11:57 AM

কলকাতা: সোমবার এসএসসি (SSC)-র নবম-দশম পরীক্ষার ফলাফল। সন্ধে ৬ টার পর কমিশনের ওয়েবসাইটে ফলপ্রকাশ হবে। বস্তুত, একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ হলেও তাতে ডাক পাননি অনেক চাকরিহারা। তাই নবম-দশমের ফল প্রকাশের অপেক্ষায় আছেন তাঁরা। সোমবার ফল প্রকাশ হলে স্পষ্ট হয়ে যাবে,তাঁদের চাকরি থাকছে কি না।

দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল করেছিল কোর্ট। প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। শুধু শিক্ষক নয়, নতুন করে পরীক্ষা নিতে বলা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। সেই পরীক্ষাও হবে খুব শীঘ্রই। এরই মধ্যে আজ আবার নবম-দশমের ফলপ্রকাশ।

এ দিকে, একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশের পরপরই অভিযোগ উঠেছিল অনেক অযোগ্য প্রার্থী বসেছেন পরীক্ষায়। কীভাবে তাঁরা পরীক্ষায় বসতে পারলেন? সুপ্রিম কোর্ট যেখানে আগেই স্পষ্ট করে দিয়েছিল, অযোগ্যদের সবার আগে বাদ দিতে হবে,তাঁরা যেন কোনওভাবেই পরীক্ষায় না বসতে পারেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এই নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলা গ্রহণ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানি চলাকালীন বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, অযোগ্য যাঁরা-যাঁরা রয়েছেন তাঁদের প্রত্যেকের নাম পরিচয় পুরো ডিটেল তথ্য দিয়ে বের করতে হবে। এই বিতর্কের মধ্যেই আজ আবার ফলপ্রকাশ।