
কলকাতা: শনিবারের সন্ধেয় একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে। আর তারপর সেই তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে কারও-কারও নামে পাশে রয়েছে ২, কোথাও আবার কারও নামের পাশে রয়েছে ৪। কিন্তু কেন? এই ২ বা ৪ কীসের নম্বর? এই নিয়েই তৈরি হয়েছে ধন্দ। কিন্তু এ প্রসঙ্গে কী বলল এসএসসি?
প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। গতকাল ফল বেরিয়েছে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ লিস্টের। এসএসসি আগেই জানিয়েছিল, আগে অভিজ্ঞতার দাম তারা দেবে। সেই মতো লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি তালিকা গতকাল প্রকাশিত হয়। তবে সেখানেই দেখা যাচ্ছে কারও-কারও পাশে রয়েছে ২ কারও আবার ৪।
এসএসসি সূত্রে খবর, পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য যেমন বরাদ্দ ১০, তেমনই যাঁর এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁর জন্য বরাদ্দ ২। অর্থাৎ অভিজ্ঞতার দামই দিয়েছে কমিশন। বস্তুত, নিয়োগ হওয়ার পরও বিভিন্ন কারণে শিক্ষক-শিক্ষিকাদের জয়েনিং অনেক সময় দেরীতে হয়। তাই নিজ-নিজ কাজে যে যেমন অভিজ্ঞ হয়েছেন সেই ভিত্তিতেই এই নম্বর দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, শনিবার মোট ১ হাজার ১৬১ পাতার এই তালিকা প্রকাশ করে এসএসসি। সেখানে নাম রয়েছে ২০ হাজার চাকরিপ্রার্থীর।