Calcutta High Court on SSC: SSC-র নতুন পরীক্ষার ভবিষ্যত নিয়ে বড় নির্দেশ বিচারপতি সিনহার, জারি করতে বললেন বিজ্ঞপ্তিও

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জন্য ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। তারপর সেই রায় বহাল থাকে সুপ্রিম কোর্টেও। নতুন করে এসএসসি যে পরীক্ষা নিয়েছে, সেই মামলাটিও এখন কোর্টে উঠছে। বুধবার ছিল মামলার শুনানি। এখানে উল্লেখ্য, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিষয়টিও আদালতে ওঠে।

Calcutta High Court on SSC: SSC-র নতুন পরীক্ষার ভবিষ্যত নিয়ে বড় নির্দেশ বিচারপতি সিনহার, জারি করতে বললেন বিজ্ঞপ্তিও
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 03, 2025 | 6:42 PM

কলকাতা: নতুন করে এসএসসি (SSC) যে পরীক্ষা নিচ্ছে, তার ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা প্রকাশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। এর আগেও এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই পরীক্ষার ভবিষ্যত কী কেউ জানে না বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। আর এবার বড় নির্দেশ দিল কোর্ট।

এ দিন, এসএসসি-র মেধার ভিত্তিতে দেওয়া অতিরিক্ত দশ নম্বরের মামলায় বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, নতুন প্রক্রিয়াতে নিয়োগ পেলেও ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ওপর। কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জন্য ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। তারপর সেই রায় বহাল থাকে সুপ্রিম কোর্টেও। নতুন করে এসএসসি যে পরীক্ষা নিয়েছে, সেই মামলাটিও এখন কোর্টে উঠছে। বুধবার ছিল মামলার শুনানি। এখানে উল্লেখ্য, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিষয়টিও আদালতে ওঠে। সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন বলে, “আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে। কোর্ট শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতি মুক্ত পরীক্ষা যাতে হয়। রাজ‍্য যখন পুরনো-নতুনদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সবটা তারাই বুঝবে। তবে যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা যেন কোনওভাবেই সমস‍্যায় যেন না পড়েন।”

এসএসসি নতুন করে নবম-দশম ও একাদশ-দ্বাদশের যে পরীক্ষা নিয়েছে সেখানে পুরনোদের পাশাপাশি নবাগতরাও পরীক্ষা দিয়েছেন। পরে ভেরিফিকেশনে দেখা যায় অতিরিক্ত এই দশ নম্বরের জন্য নবাগতরা ভেরিফিকেশনে ডাক পাননি।