Upper Primary Interview: কালীপুজোর আগেই শুরু হবে আপার প্রাইমারির ইন্টারভিউ, দিনক্ষণ জানিয়ে দিলেন SSC চেয়ারম্যান

Upper Primary: শুক্রবার বিকেল থেকেই কল লেটার (ইন্টারভিউয়ের জন্য ইন্টিমেশন লেটার) ডাউনলোড করা যাবে বলে জানান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

Upper Primary Interview: কালীপুজোর আগেই শুরু হবে আপার প্রাইমারির ইন্টারভিউ, দিনক্ষণ জানিয়ে দিলেন SSC চেয়ারম্যান
এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

| Edited By: Soumya Saha

Oct 14, 2022 | 4:58 PM

কলকাতা: উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও সুখবর শোনালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কবে থেকে হবে ইন্টারভিউ প্রক্রিয়া? জানিয়ে দিলেন তিনি। চলতি মাসের ২১, ২২, ২৮, ২৯ তারিখ এবং নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত হবে ইন্টারভিউয়ের প্রক্রিয়া। কমিশনের চেয়ারম্যান জানান, “আদালতে হলফনামা দিয়ে আমরা জানিয়েছিলাম, ১৫৮৫ জন প্রার্থীকে আমরা ইন্টারভিউতে বসার সুযোগ দিচ্ছি। সেই ১৫৮৫ জনের তালিকাও হলফনামায় রয়েছে।” শুক্রবার বিকেল থেকেই কল লেটার (ইন্টারভিউয়ের জন্য ইন্টিমেশন লেটার) ডাউনলোড করতে পারবেন বলে জানান তিনি।

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান,”আমাদের গ্রিভ্যান্স রিড্রেসালে অনেকে এসেছিলেন। যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে যাঁরা যোগ্য বলে বিবেচিত হয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, তাঁদের ডাকা হয়েছে।” তিনি জানান, “ইন্টারভিউয়ের পর সমস্ত নম্বর দেখে নিয়োগ হবে। যাঁরা ইন্টারভিউ দিচ্ছেন, তাঁদের প্রত্যেকে নিয়োগ পাবেন কি না, এটা বলা যায় না। নাও হতে পারে, আবার হতেও পারে। মোট সংখ্যা, কতজন যোগ্য প্রার্থী, সেইসব দেখে হবে।” ২০১২ সালের টেটের যাঁরা প্রার্থী তাঁরাও আছেন এই তালিকায়। সেই সময় যাঁরা চাকরি পাননি, তাঁরাও থাকবেন বলে জানান সিদ্ধার্থ মজুমদার। ইন্টারভিউয়ের শিডিউল এবং কল লেটার শুক্রবার থেকেই পাওয়া যাবে বলে এদিন বিকেলে জানান তিনি।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানান, যাঁরা আসবেন, তাঁরা যাতে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় হাতে পান, সেই কারণেই এই সময়ের ব্যবধান রাখা হয়েছে। অনেকেই দূর দূরান্ত থেকে ইন্টারভিউয়ের জন্য আসবেন। সেক্ষেত্রে শুক্রবার কল লেটার পাওয়ার পর, প্রথম দফায় যাঁদের ইন্টারভিউ, তাঁরা যাতে অন্তত সাত দিন হাতে সময় পান, সেই কারণে ২১ অক্টোবর থেকে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ, কালীপুজোর আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে ইন্টারভিউয়ের প্রক্রিয়া। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য দীপাবলীর আগেই মুখে হাসি ফোটাল স্কুল সার্ভিস কমিশন।