SSC Case in High Court: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চে রাজ্য, আবার সরে দাঁড়ালেন বিচারপতি ট্যান্ডন
SSCCase in High Court: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ।
কলকাতা : এসএসসি মামলায় নবম ও দশম শ্রেণি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বৃহস্পতিবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। তবে সেই মামলা শুনলেন না বিচারপতি হরিশ ট্যান্ডন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সব মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এবারও সরে দাঁড়ালেন বিচারপতি। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।
নবম ও দশম শ্রেণির (SLST) শিক্ষক নিয়োগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন করে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর আগে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে লক্ষ্মী টুন্ডার করা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা সহ নিয়োগ কমিটির বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। এবার এসএলএসটি নিয়োগে অনিন্দিতা বেরার করা মামলাতেই একই নির্দেশ দিয়েছে আদালত। লক্ষ্মী টুন্ডার মামলার সঙ্গে এই মামলা যুক্ত করা হয়েছে।
অভিযোগ, নিয়োগ কমিটি দুই বা তার বেশি বার বৈঠকে বসেছিলেন। তারপরই এই নিয়োগ করা হয়। অথচ, সিবিআই-কে বাকি সদস্যরা সেই বৈঠকের কথা জানালেও বৈঠকের কথা অস্বীকার করেছেন শান্তি প্রসাদ সিনহা। শিক্ষামন্ত্রীর চেম্বারে বসে সেই বৈঠক হয়েছিল বলে অভিযোগ উঠেছে। যদিও সেই তথ্য তদন্ত সাপেক্ষ বলে উল্লেখ করেছে আদালত। এমনকি সেই বৈঠকে নাকি কমিশনের চেয়ারম্যানকে থাকার অনুরোধ জানিয়েছিলেন শান্তি প্রসাদ।
এ দিকে, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় আজও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। শুক্রবার সকালেই নিজাম প্যালেসে পৌঁছেছে নিয়োগ কমিটির সদস্যরা। সেখানে রয়েছেন শান্তি প্রসাদ সিনহাও।
আরও পড়ুন : Bagtui Massacre: ভাদু শেখ হত্যা মামলারও তদন্ত করতে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন : Education Policy: কেন্দ্রের নীতিতে ‘আমেরিকার অনুকরণ’ মানবে না রাজ্য, নিজস্ব শিক্ষানীতি তৈরি করছে মমতার সরকার