SSC Exam: ‘জানি না আর চাকরিটা ফেরত পাব কিনা…’, পরীক্ষা দিয়ে বেরিয়েই কেঁদে ফেললেন চাকরিহারা শিক্ষক

SSC Exam: পরীক্ষা দিয়ে বেরিয়ে ২০১৬ সালের চাকরিহারা ওই শিক্ষিকা বলেন, "পরীক্ষাটা দিয়ে আমিও যাতে স্কুলে ফিরতে পারি, সেটাই মন থেকে চাই। আমি তো স্কুলে থাকতে পারতাম, ছাত্রছাত্রীদেরং সান্নিধ্যে থাকতে পারতাম, কিন্তু সে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে আমার থেকে।"

SSC Exam: জানি না আর চাকরিটা ফেরত পাব কিনা..., পরীক্ষা দিয়ে বেরিয়েই কেঁদে ফেললেন চাকরিহারা শিক্ষক
কেঁদে ফেললেন চাকরিহারা শিক্ষকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 07, 2025 | 3:47 PM

কলকাতা: নির্বিঘ্নেই শেষ হল স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের ফ্রেশ সিলেকশন। পরীক্ষা দিলেন ২০১৬ সালের চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। কিন্তু এখনও তাঁরা অনিশ্চিত, এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে। আদৌ এই পরীক্ষা কতটা দুর্নীতিমুক্ত হবে, আদৌ তাঁরা ফের এই পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা। পরীক্ষা দিয়ে বেরিয়ে TV9 বাংলার ক্যামেরার সামনেই এ কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন চাকরিহারা এক শিক্ষক।

পরীক্ষা দিয়ে বেরিয়ে ২০১৬ সালের চাকরিহারা ওই শিক্ষিকা বলেন, “পরীক্ষাটা দিয়ে আমিও যাতে স্কুলে ফিরতে পারি, সেটাই মন থেকে চাই। আমি তো স্কুলে থাকতে পারতাম, ছাত্রছাত্রীদেরং সান্নিধ্যে থাকতে পারতাম, কিন্তু সে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে আমার থেকে।”

প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমাদের পেটের ভাত, অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের কোনও রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। আজকে আমাদের পরীক্ষা দিতে হল, মন থেকে দিতে চাই না। বাধ্য় হয়ে দিচ্ছি। জানি না আদৌ আর চাকরিটা ফিরে পাব কিনা। আমরা আর স্কুলে ফিরে যেতে পারব কিনা, জানি না। আদৌ কি আমাদের স্বপ্নটা পূরণ হবে?”

চাকরিহারা যোগ্য শিক্ষকরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে যখন কমিশন ‘দাগী’ দের তালিকা প্রকাশ করেছে, তাহলে ফের কেন পরীক্ষায় বসবেন যোগ্য়রা! করুণাময়ীতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এমনকি শেষবারের মতো মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস-সহ আরও অনেকে পৌঁছে গিয়েছিলেন বিধানসভার বাইরেও। কিন্তু তাঁদের দাবি মানা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ফের ফ্রেশ সিলেকশনে বসতেই হল তাঁদের।