SSC Group C Recruitment: ‘কোনও দিন ডাক পাব ভাবিনি’, ৭ বছর পর SSC অফিসে কাউন্সেলিং শুরু ‘যোগ্য’দের

SSC Group C Recruitment: ২০১৬ সালের গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে আদালতের দরজায় ঘুরেছেন চাকরি প্রার্থীরা।

SSC Group C Recruitment: কোনও দিন ডাক পাব ভাবিনি, ৭ বছর পর SSC অফিসে কাউন্সেলিং শুরু যোগ্যদের
এসএসসি ভবনে চলছে কাউন্সেলিং

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 23, 2023 | 11:49 AM

কলকাতা : চাকরি বাতিলের পর এবার শুরু যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ৮৪২ জনের। সেই সব শূন্যপদ পূরণের জন্য বৃহস্পতিবার থেকেই শুরু হল এসএসসি গ্রুপ সি-র কাউন্সেলিং। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার শেষ হতে চলেছে চাকরি প্রার্থীদের। এদিন বেলা সাড়ে ১০ টা থেকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) দফতরে শুরু হয়েছে কাউন্সেলিং। প্রথম দিন ইস্টার্ন জোনের তিনটি জেলাকে ডাকা হয়েছে। বীরভূম, বর্ধমান এবং হুগলি থেকে মোট ১০০ জনকে ডাকা হয়েছে এদিন।

দীর্ঘ ৬ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে যোগ্য প্রার্থীদের। ২০১৬ সালের গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে আদালতের দরজায় ঘুরেছেন চাকরি প্রার্থীরা। পরে কেন্দ্রীয় সংস্থার তদন্তে সামনে আসে চরম ওএমআর দুর্নীতি। আসলে প্রাপ্ত নম্বর আর এসএসসি-র সার্ভারের নম্বরের মধ্যে বিপুল ফারাক ধরা পড়ে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চাকরি যায় অযোগ্যদের।

এদিন কাউন্সেলিং-এ উপস্থিত হয়ে চাকরি প্রার্থী বলেন, ‘অবশেষে নিয়োগ হতে চলেছে। এর জন্য হাইকোর্ট তথা বিচারপতিকে ধন্যবাদ জানাই। অনেক দিন ধরে বঞ্চিত ছিলাম। কোনও দিন যে ডাক পাব ভাবিনি।’ ২০১৭ সালে গ্রুপ সি-র যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন এই প্রার্থীরা।

আদালতের নির্দেশে মোট ৮৪২ জন প্রার্থীর চাকরি বাতিল হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই শুরু হয়েছে নিয়োগের প্রক্রিয়া। বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই। ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকেই প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হল এবার। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। তবে তাঁদের সেই চেষ্টা ধোপে টেকেনি ডিভিশন বেঞ্চেও। রায়দান না হলেও কাউন্সেলিং-এ কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি।