
কলকাতা: গ্রুপ সি ও ডি পদে আবেদনের বিজ্ঞপ্তি দিল এসএসসি। গ্রুপ সি-র ক্ষেত্রে পদে শূন্যপদ ২৯৮৯। গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮। এমনটাই জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই বলা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন।
চাকরিহারা যোগ্যরা আবেদন করতে পারবেন বলে সূত্রের খবর। সঙ্গে আবেদন করবেন নতুনরা। ৩১ অগস্ট বিস্তারিত জানাবে এসএসসি। তবে এখনও পর্যন্ত পরীক্ষার কোনও তারিখ, বা সূচি সামনে আনা হয়নি। প্রসঙ্গত, ২০১৬ সালে যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি পেয়েছিলেন তাঁদের সকলেরই চাকরি বাতিল হয়েছিল। পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গাতে আবেদন-নিবেদন করা হলেও চাকরি আর ফেরেনি।
অন্যদিকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে থাকার সুযোগ পেলেও চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য এমন কোনও সুযোগ হয়নি। অন্যদিকে রাজ্য ভাতা দেওয়া সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এমতাবস্থায় ফের নিয়োগের বিজ্ঞপ্তি চাকরিহারাদের বেশ কিছুটা স্বস্তি দেবে বলেই ওয়াকিবহাল মহলের মত। তবে পরীক্ষা না দিতে চেয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন চাকরি হারা শিক্ষকরা। তা নিয়ে জটিলতাও বেড়েছে। এরইমধ্যে ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে নবম-দশম, ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের। শনিবারই আবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য। তবে সংশ্লিষ্ট এই ক্ষেত্রে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারাদের ক্ষেত্রে রাজ্য কী অবস্থান নেয় সেটাই দেখার।