কলকাতা: যোগ্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া এবার শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি দিচ্ছে এসএসসি। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ৬৫ জন প্রার্থীর নাম উল্লেখ রয়েছে।
চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ থেকে নয়। যোগ্যদের উপেক্ষা করে অযোগ্যদের চাকরি পাওয়ার ঘটনায় গান্ধীমূর্তির পাদদেশে রোদ-ঝড়-জল উপেক্ষা করেই চলছে আন্দোলন। চাকরি প্রার্থীদের একটাই দাবি, ‘হকের চাকরি চাই।’
কমিশন সূত্রে জানা গিয়েছে, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। এছাড়াও নবম-দশমে যে ১০২ জন ‘অযোগ্য’ প্রার্থী সুপারিশ পেয়েছিলেন, তাঁদেরও চাকরি দেওয়ার জন্য ডেকেছে এসএসসি। আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে এই কাউন্সেলিং।
এর আগে ১৮৩ জন তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাতে দেখা যায় বেশ কিছু প্রার্থী শিক্ষকপদে কাজে যোগ দেননি। এরপরেই বিচারপতি ওই শূন্যপদগুলোতে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি দিল এসএসসি।
উল্লেখ্য, কয়েকমাস আগে গ্রুপ সি ও গ্রুপ ডি (SSC Group C and Group D) মিলিয়ে ৯০০-র বেশি পদে চাকরি দেওয়ার জন্য তৎপরতা শুরু করে এসএসসি। মেধাতালিকা মেনে যোগ্যদের কাউন্সেলিং-এর প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। যোগ্য চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্যও ডাকা হয়। এরপর ৭ নভেম্বর থেকে শুরু হয় সেই কাউন্সেলিংয়ের প্রক্রিয়া। ওই কাউন্সেলিং-এর ভিত্তিতে নিয়োগ হয়। জানা গিয়েছে, প্রতিটি এলাকাভিত্তিকভাবে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়।