Bangla NewsKolkata SSC issues teachers recruitment notification, check all details
Teachers Recruitment: নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল SSC, সব তথ্য জেনে নিন একনজরে
Teachers Recruitment: তিনদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে'র আগেই নতুন করে চাকরির পরীক্ষীর বিজ্ঞপ্তি জারি করা হবে। ৩০ মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানিয়েছিলেন। সেই মতো শুক্রবার এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। জানিয়ে দিল, পরীক্ষায় বসার জন্য কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা কবে হতে পারে, তাও জানাল এসএসসি। চাকরিহারাদের মধ্যে যাঁদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের বয়সসীমায় ছাড়ের কথাও এসএসসি-র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তিনদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে’র আগেই নতুন করে চাকরির পরীক্ষীর বিজ্ঞপ্তি জারি করা হবে। ৩০ মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানিয়েছিলেন। সেই মতো শুক্রবার এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি।
বিজ্ঞপ্তিতে কী কী জানিয়েছে এসএসসি?
আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে।
১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
আবেদন ফি গ্রহণ করার শেষ সময় ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।
লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে।
ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ।
প্যানেল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর।
কাউন্সেলিং শুরু হতে পারে ২৯ নভেম্বর থেকে।
সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়স ২১ বছর থেকে ৪০ বছর হতে হবে। তবে ওবিসি, এসসি, এসটি এবং শারীরিক প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হবে। এসএসসি-র বিজ্ঞপ্তিতেও সেকথা উল্লেখ রয়েছে।
পুরুষ চাকরিপ্রার্থীদের মেয়েদের স্কুলে নিয়োগ করা হবে না।
নবম ও দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে জেনারেল ও ওবিসি চাকরিপ্রার্থীদের আবেদনপত্র অনলাইনে জমা দিতে ফি লাগবে ৫০০ টাকা। সেখানে এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের জন্য ফি ২০০ টাকা। একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও আবেদনের ফি একই।