SSC Sacked Teachers: আজই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে SSC? তাকিয়ে গোটা বাংলা

SSC Sacked Teachers: আদালত নির্দেশ দিলেও অস্বস্তি কাটে না একাংশের চাকরিহারাদের মধ্যে। কেউ কেউ স্কুলে যায় কিন্তু খাতায় সই করে না। তারা দাবি তোলেন, কারা 'যোগ্য', সেই তালিকা যতক্ষণ না প্রকাশ করছে SSC।

SSC Sacked Teachers: আজই যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করবে SSC? তাকিয়ে গোটা বাংলা
আন্দোলনরত চাকরিহারারাImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Apr 21, 2025 | 9:06 AM

কলকাতা: কে ‘যোগ্য’, কেই বা ‘অযোগ্য’? সেই নিয়ে সোমে অবশেষে তালিকা পেশ করার কথা SSC-র। গত সপ্তাহখানেক ধরেই এই তালিকা তৈরি করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে তারা। সূত্রের খবর, রবিবার ছুটির দিনেও সেই তালিকা তৈরি নিয়ে হুড়োহুড়ি লেগে রয়েছিল SSC অফিসে। অর্থাৎ আশা করা যেতে পেরে, আজই হয়তো জানা যাবে ২০১৬ সালে নিয়োগ প্যানেল অনুসারে কে ‘দাগি’ বা টেন্টেড এবং কে ‘দাগি’ নন।

উল্লেখ্য, এই তালিকার উপরেই নির্ভর করে রয়েছে সাময়িক ভাবে চাকরি ফেরত পাওয়াদের স্কুলে যাওয়া। গত বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সুপ্রিম কোর্টে চাকরিহারাদের মামলায় হয়েছিল বিশেষ শুনানি। সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, শুক্রবার থেকেই কাজে ফিরতে পারতেন ‘চিহ্নিত নন এমন অযোগ্যরা’। কিন্তু আদালত নির্দেশ দিলেও অস্বস্তি কাটে না একাংশের চাকরিহারাদের মধ্যে। কেউ কেউ স্কুলে যায় কিন্তু খাতায় সই করে না। তারা দাবি তোলেন, কারা ‘যোগ্য’, সেই তালিকা যতক্ষণ না প্রকাশ করছে SSC। ততক্ষণ পর্যন্ত স্কুলে ফিরবেন না চাকরিহারারা।

বাতিল নিয়োগ প্যানেলের ভিত্তিতে ‘যোগ্য-অযোগ্য’ তালিকার পাশাপাশি, পরীক্ষার ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছিল চাকরিহারা। কিন্তু সেই কপি যে পাওয়া সম্ভব নয়, তা আগেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, SSC-এর কাছে ২০১৬ সালের নিয়োগ প্যানেলের কোন OMR-এর প্রকৃত মিরর ইমেজ নেই। যা আছে তা সিবিআইয়ের। প্রয়োজনে সেই প্রতিলিপি প্রকাশ করা যেতে পারে।

এই তালিকা প্রকাশের দিনেই আবার মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। অযোগ্যদের বরখাস্ত করার দাবিতে এসএসসি দফতরের সামনে অবস্থানে বসার হুঁশিয়ারী আন্দোলনকারীদের।