
কলকাতা: শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার আগেই বড় অভিযান স্কুল সার্ভিস কমিশনের দফতরে। দুপুর ১২ টা থেকে শুরু হয় মিছিল। কয়েক হাজার চাকরিপ্রার্থী এদিন এগিয়ে যান আচার্য সদনের দিকে। দফতরের সামনেই রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। এদিন সন্তানদের নিয়েও রাস্তায় বসে পড়েছেন চাকরিহারা শিক্ষিকারা। তাঁদের একটাই দাবি, তাঁরা যোগ্য, তাই তাঁদের নায্য অধিকারের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।
ইতিমধ্যেই একমাসের বেতন নিশ্চিত হয়ে গিয়েছে চাকরিহারা শিক্ষকদের। বেতন সংক্রান্ত রাজ্য সরকারের পোর্টালে যা আপডেট হয়েছে, তাতে এক মাসের বেতন নিশ্চিত। তবে, এক মাসের বেতনে চিঁড়ে ভিজবে না। আন্দোলনকারীরা বলছেন, “একমাসের বেতন পেয়ে কি আমরা বসে থাকব? আমরা সারামাস খেটে যে অধিকারের টাকা পাই, সেটাই পেতে চাই।”
ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে, কারা এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন। চাকরিরহারাদের একটি প্রতিনিধি দল শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসছেন। তবে সেই বৈঠক নিয়েও খুব একটা আশাবাদী নন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন চাকরিহারাদের সঙ্গে। তাতেও শুধুই আশ্বাস মিলেছে। এবার আন্দোলনকারীরা বলছেন, “আমরা শিক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে আশাবাদী নই।” বৈঠকের লাইভ স্ট্রিমিং-এর দাবিও জানাচ্ছেন তাঁরা।