মমতার বাড়ির সামনে শুয়ে প্রতিবাদ, ফের আটক চাকরি প্রার্থী

বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনে (SSC) পরীক্ষা দিয়ে প্রথম তালিকায় নাম থাকা সত্ত্বেও কেউ চাকরি পাননি।

মমতার বাড়ির সামনে শুয়ে প্রতিবাদ, ফের আটক চাকরি প্রার্থী
অসুস্থ হয়ে পড়লেন এক প্রার্থী। পাঠানো হল হাসপাতালে।

| Edited By: tista roychowdhury

Mar 02, 2021 | 4:20 PM

কলকাতা: ফের রাজ্যে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

মঙ্গলবার দুপুরে কালীঘাটে বিক্ষোভ দেখান ওই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রথম তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁরা কেউ চাকরি পাননি। তার প্রেক্ষিতে তাঁরা অনশন করেন। সেই সময় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিও দেন। তারপরও চাকরি না মেলায় এই বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক প্রার্থী। হাবিবুল ইসলাম নামে মুর্শিদাবাদের ওই যুবক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সপ্তাহখানেক আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এই প্রার্থীরা। নিয়োগে স্বচ্ছতার দাবি তুলে শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও চাকরি মেলেনি। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় তাঁদের বলেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিশ্চই ব্যবস্থা করবেন। সেই কথা মাথায় রেখেই এ দিন কালীঘাটে আসেন বিক্ষোভকারীরা।

সল্টলেকে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালের তাঁদের যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়, তাতে স্বচ্ছতার অভাব রয়েছে। তাঁদের অভিযোগ, মেধাতালিকায় প্রথমদিকের নাম বাদ দিয়ে পিছন দিক থেকে নিয়োগ করা হয়েছে। প্রকৃত যোগ্যরা এর জেরে বঞ্চিত হচ্ছেন, বক্তব্য তাঁদের।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ভাইয়ের গাড়িতে সজোরে ধাক্কা বাইপাসে! আটক সবজি বোঝাই ভ্যান

এর আগে ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ করেন এসএলএসটি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে গিয়ে আশ্বাস দেন। তাঁদের দাবিগুলি খতিয়ে দেখার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেওয়ার কথাও জানান। কিন্তু তারপর প্রায় দু’ বছর কেটে গেলেও পরিস্থিতি বদলায়নি বলে দাবি আন্দোলনকারীদের। তাই এবার শিক্ষামন্ত্রীর পর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন তাঁরা।