
কলকাতা: এক দিকে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। অন্যদিকে, আবার কেন পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্ন তুলে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। এদিন সকাল ১১টা নাগাদ জমায়েত করেছেন একাংশের আন্দোলনকারীরা। তবে মিছিল এখনও শুরু হয়নি। এদিকে আবার সেই মিছিল আটকাতে আগেভাগে পৌঁছে রাজ্যের ‘অতীন্দ্র প্রহরী’ পুলিশও।
শিয়ালদহ হল না, নবান্ন অবধি যেতে পারল না। ফলত, তীরে ফিরেই নিজেদের আন্দোলন জারি রাখলেন চাকরিহারারা। এদিন, বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন মিছিল করেন তারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশ। টেনে হিঁচড়ে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে।
চাকরিহারাদের ধরপাকড় নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা বলেন, আমাদের ইনটিমেশন দিয়েছিলেন। পুলিশের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। আমাদের তরফে বোঝানো হয়েছিল আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এমন কিছু যাতে করা না হয়। আজ বেশ কিছু জায়গায় জমায়েত হয়েছিল। আমাদের কাছে ইনপুট ছিল যে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই পুলিশের তরফে যথাসম্ভব সংযত ভাবেই পদক্ষেপ করা হয়েছে।।
তিনি আরও জানান, সমস্তটাই প্রাথমিক পর্যায়ে আছে। এদের বিরুদ্ধে কোনও মামলা হবে কি না, তা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
শিয়ালদহ থেকে ডোরিনা ক্রোসিং, সকাল থেকে ছবিটা সর্বত্র একই। নবান্ন-মুখী হওয়া চাকরিহারাদের ধরে ধরে প্রিজন ভ্যানে তুলছে কলকাতা পুলিশ। এদিন ধর্মতলাতেও চলেছে সেই ‘সাফাই অভিযান’। আটক করা হয়েছে একাধিক চাকরিহারা আন্দোলনকারীদের। বেলার দিকে সাফাই অভিযান খানিকটা ধীর হলে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় জানান, বাকি এলাকার পরিসংখ্যান জানা নেই। শুধুমাত্র ধর্মতলাতেই আটক হয়েছেন গোটা পঞ্চাশেক চাকরিহারা।
ধর্মতলা থেকে একে একে প্রিজন ভ্যানে তোলা হল চাকরিহারা আন্দোলনকারীদের। জমায়েতে কোনও অনুমতি নেই, এই বার্তা দেয় পুলিশ। এরপরই শুরু হয় ধরপাকড়।
বিস্তারিত পড়ুন: পা থেকে বেরচ্ছে রক্ত, ‘আপনাদের ভরসা করি না’, ডিসি ইন্দিরা মুখোপাধ্য়ায়কে জবাব চাকরিহারার
সন্দেহভাজনদের খুঁজে খুঁজে আটক করছে পুলিশ। এদিন ডোরিনা ক্রোসিংয়ের ধারে একটি শপিং মলেও ঢুকে পড়ে পুলিশি বাহিনী। খুঁজে বের করে চাকরিহারাদের। তারপর চলে আটক অভিযান। ভরে যায় প্রিজন ভ্য়ান।
এদিন শিয়ালদহ স্টেশন চত্বরে মোতায়েন হয়েছে মোট ৮৪০ কনস্টেবল, ২৫ র্য়াফ বাহিনী, জলকামান, ৫ এসিপি, ১২ ইন্সপেক্টর, ৬০ জন এসআই। এছাড়াও রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। সব মিলিয়ে পুলিশে ছয়লাপ। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন আইপিএস পদমর্যাদার পুলিশরাও। মোতায়েন হয়েছে ১৫০ মহিলা পুলিশ-কর্মীও।
শিয়ালদহ চত্বর থেকে শুরু হওয়ার কথা চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল। ইতিমধ্যে স্টেশনের সামনে শুরু হয়েছে জমায়েত। অন্যদিকে আবার তাদের রুখতে নামানো হয়েছে পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, সেই মিছিল শুরুর আগেই আটক করা হয়েছে বেশ কয়েকজন চাকরিহারাকে।