AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Protest: পা থেকে বেরচ্ছে রক্ত, ‘আপনাদের ভরসা করি না’, ডিসি ইন্দিরা মুখোপাধ্য়ায়কে জবাব চাকরিহারার

Protest: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি জানিয়ে ধর্মতলাতেও জমায়েত শুরু হয়। তারপর আচমকা শুরু হয় ধরপাকড়।

Protest: পা থেকে বেরচ্ছে রক্ত, 'আপনাদের ভরসা করি না', ডিসি ইন্দিরা মুখোপাধ্য়ায়কে জবাব চাকরিহারার
রক্তাক্ত চাকরিহারাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2025 | 1:07 PM
Share

কলকাতা: ধর্মতলা থেকে একে একে প্রিজন ভ্যানে তোলা হল চাকরিহারা আন্দোলনকারীদের। জমায়েতে কোনও অনুমতি নেই, এই বার্তা দেয় পুলিশ। এরপরই শুরু হয় ধরপাকড়। পুলিশের বিরুদ্ধে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। চাকরিহারাদের দাবি, “আমরা কোনও অশান্তি করিনি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। ন্যক্কারজনক আচরণ করেছে পুলিশ।”

শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। এদিন সকাল ১১টা নাগাদ জমায়েত করেন আন্দোলনকারীদের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি জানিয়ে ধর্মতলাতেও জমায়েত শুরু হয়। এরপরই ডোরিনা ক্রসিং-এ শপিং মলের সামনে থেকে তাঁদের একে একে তুলে নেওয়া হয় প্রিজন ভ্যানে।

টুলের উপর বসেছিলেন এক মহিলা আন্দোলনকারী। পূর্ব বর্ধমানের একটি স্কুলে চাকরি করতেন তিনি। তাঁর পা থেকে এদিন রক্ত বেরতে দেখা যায়। তিনি বলেন, “পুলিশ আমাকে টেনে এনেছে। তাই পায়ে চোট লেগেছে। অসহ্য যন্ত্রণা করছেন।”

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যেতে অনুরোধ জানান। কিন্তু কোনওভাবেই পুলিশের সঙ্গে যেতে চাননি তিনি। বারবার বলতে থাকেন, “আমি আপনাদের সঙ্গে যাব না। আমি আপনাদের ভরসা করি না। আমার চেনা কাউকে পেলে তবেই যাব।” এরপর একরকম জোর করেই ওই মহিলাকে টেনে তোলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়।