কলকাতা: দীর্ঘদিন ধরে চলছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা। একাধিক মামলায় শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। অবশেষে হবে রায় ঘোষণা। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি-র মামলার রায় ঘোষণা। সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকরা মামলা করলে সেই মামলা পাঠানো হয়েছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প, অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে চাকরি দেওয়া, ওএমআর শিটে শূন্য বা ১ পাওয়ার পরও চাকরি পাওয়ার মতো অভিযোগ ওঠে। কারা চাকরি দিতেন? সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে শাসক দলের অনেক নেতার নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে মামলায় চলার পর সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত।
গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে হবে। কলকাতা হাইকোর্ট যাতে ৬ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে ছিল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। সব মামলাই হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। তারপর গত কয়েক মাস ধরে হাইকোর্টে দীর্ঘ সওয়াল-জবাব পর্ব চলেছে।