SSC Case in High court: ‘কেন এই সিদ্ধান্ত? জানাতে হবে সরকারকে’, নিয়োগ মামলায় আদালতের প্রশ্ন রাজ্যকে

SSC Case in High court: রাজ্যের তরফে এজি কিশোর দত্ত এদিন আদালতে জানান, এই পোস্ট মূলত ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের জন্য। বিচারপতি উল্লেখ করেন, সুপার নিউমেরারি পদের বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ওয়েটিং লিস্টের প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের ওই লিস্টে রাখতে হবে।

SSC Case in High court: কেন এই সিদ্ধান্ত? জানাতে হবে সরকারকে, নিয়োগ মামলায় আদালতের প্রশ্ন রাজ্যকে
হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 07, 2024 | 2:24 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আবারও প্রশ্ন মুখে রাজ্য সরকার। সুপার নিউমেরারি পোস্টে কেন দুর্নীতিগ্রস্তদের তালিকায় রাখা হল, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের কাছে এ বিষয়ে উত্তর চাওয়া হয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে রাস্তায় বসে আছেন, তাঁরা চাকরি পাবেন বলেই ওই পোস্ট তৈরি করার কথা বলেছিল রাজ্য সরকার। শুরু থেকেই ওই পদ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নিয়োগে স্থগিতাদেশও দিয়েছিল আদালত। এবার রাজ্যের কাছে এ বিষয়ে জবাব তলব করা হয়েছে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ছিল এই মামলার শুনানি। আগামী সোমবার হাইকোর্টে এ বিষয়ে হলফনামা জমা দেবে রাজ্য সরকার ও এসএসসি।

রাজ্যের তরফে এজি কিশোর দত্ত এদিন আদালতে জানান, এই পোস্ট মূলত ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের জন্য। বিচারপতি উল্লেখ করেন, সুপার নিউমেরারি পদের বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ওয়েটিং লিস্টের প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের ওই লিস্টে রাখতে হবে।

বিচারপতি বসুর প্রশ্ন, এটা কেন বলা হল? এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন লাগে? কেনই বা এই সিদ্ধান্ত নেওয়া হল? সরকারকে জানাতে হবে। আগামী সোমবার রাজ্য হলফনামা দিলে আশার আলো দেখা যাবে বলেই মনে করছেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। আগামী সোমবার জট কেটে যেতে পারে বলে টুইটারে মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখেছেন, ‘এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষার নিয়োগ জট খোলার দিকে আরেক ধাপ এগোল হাইকোর্টে। ইতিবাচক শুনানি হয়েছে।’

অন্যদিকে, চাকরি প্রার্থীরা বলেন, “আমরা আশাবাদী, আগামী সোমবার শুধুমাত্র যোগ্যদের জন্য, যারা সাদা খাতা জমা দেয়নি তাদের জন্য হলফনামা দেবে রাজ্য।”