Prabir Koyal: দু’মাসে ২ কোটির লেনদেন! হিসাব মেলাতে প্রবীর কয়ালকে তলব CBI-এর

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 01, 2023 | 11:57 AM

SSC Scam: সূত্রের খবর, এই প্রথমবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রবীর কয়ালকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। প্রবীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাপস সাহার সঙ্গে যুক্ত হয়ে নিয়োগ দুর্নীতির কারবার চালাতেন। এক কথায় মিডিলম্যান হিসাবে কাজ করতেন।

Prabir Koyal: দুমাসে ২ কোটির লেনদেন! হিসাব মেলাতে প্রবীর কয়ালকে তলব CBI-এর
প্রবীর কয়াল (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: গরু পাচারকাণ্ডে চালকল ব্যবসায়ীকে তলবের পাশাপাশি সোমবার নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত-সহায়ক প্রবীর কয়ালকেও তলব করেছে CBI। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, দু’মাসে ২ কোটি টাকার লেনদেন হয়েছে প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। কে বা কারা প্রবীরকে এই টাকা দিয়েছেন, কেনই বা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতেই নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, এই প্রথমবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রবীর কয়ালকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। প্রবীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাপস সাহার সঙ্গে যুক্ত হয়ে নিয়োগ দুর্নীতির কারবার চালাতেন। এক কথায় মিডিলম্যান হিসাবে কাজ করতেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রবীর কয়াল। তাঁর বক্তব্য, তিনি এই লেনদেনের ব্যাপারে কিছুই জানেন না। আর যে দু’কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে প্রবীরবাবুর দাবি, ওই টাকা বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে পাঠিয়েছিলেন। এর আগেও এই টাকা তিনি পাঠিয়েছেন। পরে দুর্নীতি দমন শাখা সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। তবে সিবিআই-এর র‌্যাডারেও এবার প্রবীর কয়ালের এই ২ কোটি টাকার লেনদেন। প্রবীরের এই দাবিগুলি কতটা যুক্তি-যুক্ত তা খতিয়ে দেখতে আজ ডেকে পাঠানো হয়েছে।

এর আগে প্রবীর কয়াল টিভি ৯ বাংলার মুখোমুখি হয়ে বলেন, “ওই টাকাটা নিয়োগ দুর্নীতির কোনও টাকাই নয়। ওটা ব্যবসাদারের টাকা। ওই ব্যবসায়ী আমায় পাঠাতেন। যেহেতু আমি কলকাতায় থাকি সেই কারণে টাকাটা শুধু এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে পাঠাতাম। ওইখানে ১ কোটি টাকা হবে। কিন্তু ট্রান্সফারের বিল দুর্নীতি দমন শাখা দেখাচ্ছে ২ কোটি ২ লক্ষ টাকা। আয়ো অনুপম দাস বারবার বলেছেন আমরা ওনাকে ধরতে পারব না। নয়ত বিপদ আছে।”

 

 

Next Article