SSC Scam: যোগ্যদের কারা চাকরি চুরি করেছিল? SSC তালিকা প্রকাশের আগেই TV9 বাংলার হাতে দাগিদের নাম

Recruitment Scam: সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন যে শনিবারের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। আদালতে অন রেকর্ড তিনি এও বলেছেন যে কোনও অযোগ্য এসএসসির যে পুনরায় পরীক্ষা হবে, তাতে বসতে পারবেন না।  

SSC Scam: যোগ্যদের কারা চাকরি চুরি করেছিল? SSC তালিকা প্রকাশের আগেই TV9 বাংলার হাতে দাগিদের নাম
চাকরিহারাদের কান্না।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 30, 2025 | 7:33 AM

কলকাতা: এসএসসি দুর্নীতিতে সুপ্রিম নির্দেশে চাকরি খোয়াতে হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষককে। এর মধ্যে যোগ্য কারা, আর অযোগ্যই বা কারা, তা এতদিন খোলসা করছিল না রাজ্য বা এসএসসি। অবশেষে, শীর্ষ আদালতে চাপের মুখে পড়ে আজ, শনিবার প্রকাশ হতে পারে দাগি প্রার্থীদের তালিকা। তার আগেই টিভি৯ বাংলার হাতে এল সেই ‘টেন্টেড’ বা অযোগ্য প্রার্থীদের নাম। ওএমআর শিটে কীভাবে দুর্নীতি হয়েছে, তারও প্রমাণ এসেছে হাতে।

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট রাজ্যকে ৭ দিন সময় বেঁধে দিয়েছিল। এই ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন যে শনিবারের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। আদালতে অন রেকর্ড তিনি এও বলেছেন যে কোনও অযোগ্য এসএসসির যে পুনরায় পরীক্ষা হবে, তাতে বসতে পারবেন না।

এসএসসি তালিকা প্রকাশের আগেই TV9 বাংলার হাতে পৌঁছেছে দাগিদের নাম। শিক্ষকদের মধ্যে মোট ‘দাগি’র সংখ্যা ১৮০৩। দেখা গিয়েছে, নবম-দশমে ‘দাগি’ শিক্ষকের সংখ্যা ৯৯৩। একাদশ-দ্বাদশে দাগি শিক্ষক ৮১০ জন। এছাড়াও প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি হয়েছে অনেক শিক্ষকের। তাদের দাগির তালিকায় কি এসএসসি রাখবে? তা নিয়েও রয়েছে প্রশ্ন।

টিভি৯ বাংলার হাতে যে তথ্য উঠে এসেছে, তাতে জানা গিয়েছে, নবম দশমে ওএমআরে জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। একাদশ-দ্বাদশে ওএমআরে জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৭৭১ জন।

নবম-দশমে র‌্যাঙ্ক  জাম্পিং করে চাকরি হয়েছে ১৮৫ জনের। একাদশ দ্বাদশে র‌্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে ৩৯ জনের। এদের সকলেরই আজ নাম সহ তালিকা প্রকাশ হবে।