SSC: আজ নতুন পরীক্ষাবিধি প্রকাশ করতে পারে SSC, বেশ কিছু বদলের সম্ভাবনা

SSC: যদিও চাকরিহারারা এখনও তাঁদের নিজেদের বক্তব্যে অনড়। তাঁদের বলছেন, ২০১৬ সালে তাঁরা একবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আবার কেন পরীক্ষা? নতুন বিধিতে চাকরিহারারা পরীক্ষা দেন কিনা, সেটাই দেখার।

SSC: আজ নতুন পরীক্ষাবিধি প্রকাশ করতে পারে SSC, বেশ কিছু বদলের সম্ভাবনা
চাকরিহারা শিক্ষকরা (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 29, 2025 | 2:04 PM

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে আগামিকাল অর্থাৎ ৩০ মে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। তার আগে বৃহস্পতিবার পরীক্ষাবিধি প্রকাশ করতে পারে এসএসসি। সূত্রের খবর, নবান্ন অনুমোদন দিলে আজই নতুন পরীক্ষাবিধি ওয়েবসাইটে আপলোড করা হবে।

দুর্নীতি রুখতে পরীক্ষাবিধিতে একগুচ্ছ বদলের সম্ভাবনা রয়েছে। যেমন:

১. OMR-এর হবেই পরীক্ষা। এবার OMR- শিটের কার্বন কপি দেওয়া হবে।

২. পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন কার্বন কপি।

৩. ফিরবে ইন্টারভিউ বা অ্যাপ্টিটিউড টেস্ট, হবে ভিডিয়োগ্রাফি।

৪. মডেল উত্তরপত্র আপলোড করা হবে ওয়েবসাইটে।

৫. নম্বর বিভাজনের ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হচ্ছে।

৬. অ্যাকাডেমিক স্কোরের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হবে, কীভাবে একজন শিক্ষক পড়িয়ে দেখাচ্ছেন, ডেমো দেখাচ্ছেন তার ওপর।

৭. শিক্ষক প্রশিক্ষণের ওপরেও কোনও নম্বর থাকে কিনা, সেটাও দেখা হচ্ছে। ২০১৬ সালের প্যানেলের চাকরিহারাদের এবারের পরীক্ষায় বাড়তি সুযোগ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তেমনটা হলে পাল্টা মামলারও ভয় রয়েছে।

যদিও চাকরিহারারা এখনও তাঁদের নিজেদের বক্তব্যে অনড়। তাঁদের বলছেন, ২০১৬ সালে তাঁরা একবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আবার কেন পরীক্ষা? নতুন বিধিতে চাকরিহারারা পরীক্ষা দেন কিনা, সেটাই দেখার।