AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC: ‘সুপ্রিম’ নির্দেশের পরই নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষার তোড়জোড় SSC-র, ২ দিন পরই বেরতে পারে যোগ্য-অযোগ্যের লিস্ট

Teacher Recruitment: বস্তুত, প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এতজন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেলে কীভাবে রাজ্যের স্কুলগুলি চলবে তা নিয়েই দ্বারস্থ হয় তা নিয়ে সুপ্রিম দুয়ারে যায় তারা।

SSC: 'সুপ্রিম' নির্দেশের পরই নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষার তোড়জোড় SSC-র, ২ দিন পরই বেরতে পারে যোগ্য-অযোগ্যের লিস্ট
কবে বেরবে যোগ্য-অযোগ্য লিস্ট?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 2:48 PM
Share

কলকাতা: ‘সুপ্রিম’ নির্দেশের পরই তৎপরতা শুরু করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুতির তোড়জোড় এসএসসির। এবার নতুন আইনে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন।

বস্তুত, প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এতজন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেলে কীভাবে রাজ্যের স্কুলগুলি চলবে তা নিয়েই দ্বারস্থ হয় তা নিয়ে সুপ্রিম দুয়ারে যায় তারা। পর্ষদের সেই আবেদনে সাড়া দেয় কোর্ট। আপাতত ৯ মাস অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক-শিক্ষাকারা কাজ চালিয়ে যাবেন বলে নির্দেশ দেওয়া হয়। তবে গ্রুপ-সি, গ্রুপ ডি-তে বেশি দুর্নীতি হওয়ার কারণে তাদের জন্য এই নির্দেশ বহাল রাখেনি। একই সঙ্গে কোর্টের আদেশ, এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ। প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে। ৩১শে মে-র মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে। আর বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে ৩১ মে-র মধ্যে কোর্টকে জানাতে হবে।

সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অনুযায়ী, তৎপরতা শুরু করেছে এসএসসি। সরকারের কাছ থেকে শূন‍্যপদের হিসেব পেলে তবেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজও। রিভিউ পিটিশনে যোগ‍্যদের বাঁচানোর চেষ্টা করবে SSC। ২১ তারিখেই তালিকা আপলোড করতে চায় তারা।