কলকাতা: পড়ুয়াদের রেজিস্ট্রেশন নিয়ে গড়িমশির অভিযোগ। রিপন স্ট্রিটে সেন্ট অগাস্টিন স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের প্রায় পাঁচশো পড়ুয়ার রেজিস্ট্রেশন আটকে গিয়েছে। তার জেরেই বিক্ষোভ। অভিভাবকদের তরফে জানানো হচ্ছে, এবছর এই স্কুলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য পড়ুয়াদের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত হয়নি। দীর্ঘদিন ধরেই স্কুলের তরফে এই নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ। অথচ তাঁদের থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকাও নিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিভাবকদের বক্তব্য, আসলে এদিন তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলতে এসেছিলেন। কিন্তু স্কুলের তরফ থেকে কোনও কথাই বলা হয়নি। উল্টে স্কুলের কর্মীদের কাছে তাঁদের হেনস্থা হতে হয় বলে অভিযোগ। এক অভিভাবক বলেন, “আসলে এই স্কুলে আগে ৪৭ নম্বর রিপন স্ট্রিটের ঠিকানায় রেজিস্ট্রেশন ছিল। ওখান থেকে স্কুল যখন এখানে এল, তখন সমস্যা হচ্ছে। কারণ নতুন বিল্ডিংয়ের স্কুলের ঠিকানায় রেজিস্ট্রেশন নেই।”
সকালে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন অভিভাবকরা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে অভিভাবকদের ধস্তাধস্তি শুরু হয়। অন্যদিকে, বিশৃঙ্খল পরিস্থিতির জন্য স্কুলের তরফে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুলের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হবে। পড়ুয়াদের কোনও সমস্যায় পড়তে হবে না।