নয়া দিল্লি: স্টাফ সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ছে ইতিমধ্যেই। রেজিস্ট্রেশনের সময় ২৫ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা বলা হলেও, পরে সেই সময় বাড়ানো হয়েছে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনও কোনও প্রার্থীর অসুবিধা হওয়ায় সময়সীমা বাড়ানো হয়েছে। মূলত গ্রেড সি স্টেনোগ্রাফার পদেই চলছে এই নিয়োগ।
কোন কোন ক্ষেত্রে কত নিয়োগ হচ্ছে-
সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফারস সার্ভিস- ২০০ শূন্যপদ
রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফারস সার্ভিস- ৮ শূন্যপদ
আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার স্টেনোগ্রাফারস সার্ভিস- ১২ শূন্যপদ
ইলেকশন কমিশন অব ইন্ডিয়া স্টেনোগ্রাফারস সার্ভিস- ২ শূন্যপদ
ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্রাঞ্চ স্টেনোগ্রাফারস- ২ শূন্যপদ
রেজিস্ট্রেশনের সময় কী কী নথি জমা করতে হবে
-শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি।
-প্রার্থীর সই আপলোড করতে হবে।
-সার্ভিস সার্টিফিকেট ফর্ম
-সার্ভিস বুক-এর প্রথম পাতা
অনলাইনে রেজিস্ট্রেশন করার দুটি ধাপ রয়েছে। পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে ও রেজিস্ট্রেশন করতে হবে। কোনও কারণে দেরি হলে, তা বৈধ বলে গণ্য হবে না।