State Advocate General: পদত্যাগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের, বাড়ছে চাপানউতোর

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2023 | 9:02 PM

State Advocate General: প্রসঙ্গত, বর্তমান সরকাররে আমলে এই নিয়ে পরপর তিনবার বদল হয়েছে অ্যাডভোকেট জেনারেল। তালিকায় রয়েছেন জয়ন্ত মিত্র, কিশোর দত্ত। এবার সৌমেন্দ্র মুখোপাধ্যায়।

State Advocate General: পদত্যাগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের, বাড়ছে চাপানউতোর
সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। রাজ্যপালকে মেল করে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেখানেই তিনি তাঁর পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে কী কারণে আচমকা এই পদত্যাগ তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু, ই-মেলে সে বিষয়ে স্পষ্ট করে কিছু লেখা নেই বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। তাঁর আগেই ই-মেল মারফত পাঠানো হয়েছে এই পদত্যাগ পত্র। 

প্রসঙ্গত, বর্তমান সরকাররে আমলে এই নিয়ে পরপর তিনবার বদল হল অ্যাডভোকেট জেনারেল। তালিকায় রয়েছেন জয়ন্ত মিত্র থেকে শুরু করে কিশোর দত্ত। এবার সৌমেন্দ্র মুখোপাধ্যায়। লাগাতার এই পদত্যাগের কারণেই শুরু হয়েছে চাপানউতোর। পরপর অ্যাডভোকেট জেনারেল নিয়ে এর আগেও দানা বেঁধেছিল বিতর্ক। সূত্রের খবর, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আগে যিনি আচমকা পদত্যাগ করেছিলেন সেই কিশোর দত্তকেই ফের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দেখা যেতে পারে। 

যদিও এখনও পর্যন্ত সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পদত্যাগ পত্র গৃহীত হয়নি বলে জানা যাচ্ছে। সেটা গ্রহণ হয়ে গেলেই নতুন অ্যাডভোকেট জেনারেলের নাম সামনে আসবে। 

Next Article