
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর খানেক বাকি। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে দলের রাজ্য সম্মেলন আয়োজনের দিন জানাল বাংলার শাসকদল তৃণমূল। আগামী ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের রাজ্য সম্মেলন। প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের সংগঠন গত ১৫ বছরে কলেবরে অনেক বড় হয়েছে। তার সঙ্গে বিভিন্ন জেলায় গোষ্ঠীকোন্দলও সামনে এসেছে। আবার আইপ্যাক নিয়েও সম্প্রতি তৃণমূলের অন্দরে নানা কথা শোনা গিয়েছে। দলে গোষ্ঠীকোন্দল নিয়ে বিভিন্ন সময় কড়া বার্তা দিয়েছেন মমতা। তবে তাতে গোষ্ঠীকোন্দল কতটা কমেছে, তা নিয়ে শাসকদলের অন্দরেই নানা গুঞ্জন শোনা যায়।
এমন পরিস্থিতিতে হতে চলেছে তৃণমূলের রাজ্য সম্মেলন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় ওই সম্মেলন শুরু হবে। সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা-নেত্রীরা। তার আগে আগামিকাল(সোমবার) তৃণমূল ভবনে ডাকা হয়েছে প্রস্তুতি বৈঠক।
রাজনীতির কারবারিরা বলছেন, ছাব্বিশের নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। একদিকে, সিপিএমের রাজ্য সম্মেলন চলছে। বিজেপিও তাদের সাংগঠনিক জেলাগুলির সভাপতি নির্বাচন নিয়ে চলচেরা বিশ্লেষণ করছে। বৈঠক করছে। এবার তৃণমূলও তাদের রাজ্য সম্মেলনের তারিখ জানিয়ে দিল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে সবাই।