
কলকাতা: হাইকোর্টের নির্দেশ মেনে আদালতে হাজির হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। শুক্রবার সকাল ১০টা নাগাদ আদালতে পৌঁছে গিয়েছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের করা মামলায় আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজীবা সিনহার বিরুদ্ধে। আদালতের নির্দেশ না মেনে অবমাননা করা হয়েছে বলেই পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সেই কারণেই তাঁর বিরুদ্ধে রুল জারি হয় ও আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় গত অক্টোবর মাসে।
এদিন, তাঁকে রুলের উত্তর দিতে সময় দিল আদালত। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সুযোগ দিল নির্বাচন কমিশনারকে। রুল অনুযায়ী ১৫-২০ দিন সময় দেওয়া হোক, শুক্রবার সেই আর্জি জানান কমিশনার। এরপর প্রধান বিচারপতি রুলের শুনানির দিন স্থির করেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছ রাজীবা সিনহাকে। তার মধ্যে উত্তর দিতে হবে তাঁকে। ৮ জানুয়ারির মধ্যে শুনানি শেষ করতে হবে।
পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে যে পদ্ধতিতে মোতায়েন করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। আদালতে তাঁরা এই অভিযোগ সামনে আনেন। দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, আদালত অবমাননা করা হয়েছে। এরপরই রুল জারি হয়। এই ঘটনা কার্যত নজিরবিহীন।
কোনওপ্রকার অসাংবিধানিক বা বেআইনি ঘটনা ঘটলে হাইকোর্ট নিজে অথবা কারও দায়ের করা মামলায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাইতে পারে। একেই রুল জারি বলা হয়। রাজীবা সিনহার ক্ষেত্রে আজ শুক্রবার সেই রুলের শুনানি ছিল।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় হিংসার অভিযোগ তোলেন বিরোধীরা। ভোটের পর আদালতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, আদালতের নির্দেশ থাকার পরও পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করেনি রাজ্য নির্বাচন কমিশন।