Calcutta High Court: ‘কীসের ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলী বলেছিলেন টাকার বিনিময়ে চাকরি হয়েছিল?’, হাইকোর্টে প্রশ্ন রাজ্যের

Calcutta High Court: কীসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি এই সিদ্ধান্তে উপনিত হয়েছিলেন, যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে? শুধু তাই নয়, যাঁদের টাকা আছে তারা চাকরি কিনেছে? প্রশ্ন অ্যাডভোকেট জেনারেলের।

Calcutta High Court: কীসের ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলী বলেছিলেন টাকার বিনিময়ে চাকরি হয়েছিল?, হাইকোর্টে প্রশ্ন রাজ্যের
কলকাতা হাইকোর্টImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 07, 2025 | 7:07 PM

কলকাতা: প্রাথমিকের চাকরি বাতিল মামলায় তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার পদ্ধতি নিয়ে ডিভিশন বেঞ্চে সরব প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রশ্ন,
কীসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি এই সিদ্ধান্তে উপনিত হয়েছিলেন, যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে? শুধু তাই নয়, যাঁদের টাকা আছে তারা চাকরি কিনেছে? প্রশ্ন অ্যাডভোকেট জেনারেলের।

এদিন, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর প্রশ্ন, “এটা দুর্নীতির অভিযোগে মামলা। একজন বিচারপতির কি নিজস্ব উপলব্ধি থাকতে পারে না?” অ্যাডভোকেট জেনারেলের সওয়াল, “উপলব্ধি থাকতেই পারে। কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কী নির্দেশ দেওয়া হবে। ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন।”

তিনি এও বলেন, “তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিপ্রাপকদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন। এটা কি করা যায়?” একই সঙ্গে আদালতে সওয়াল, “তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে জানিয়েছিলেন, আদালতের কাছে এটা প্রমাণ হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কী করে এটা প্রমাণ হল ? কে প্রমাণ করল? আমাদের কাছে নথি আছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে।”